পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8ર বঙ্গ-সাহিত্য-পরিচয়। তেড়া লেঙ্গ দুই জনা যত সব ঠাটে। বস্তু সব ফেলাইয়া গেল নাও ঘাটে॥ একত্রে বসিয়া সবাই করয়ে যুকতি। কিমতে মোচন হয় চম্পকের পতি॥ সীলই হায়ই লইয়া হাতে পলিতায়। (১) জাঠি শেল লইয়া কেহ খাণ্ডা পাকায় (২)॥ রাউত সভে অস্ত্র লইয়া নেহায়। অস্ত্র হাতে চতুর্ভিতে বীর সভে চায়। মারিয়া লইব রাজ্য না করিও মান। চাদের লুণ শুধিতে আজি গলে দিব হানা॥ বেসাতি। সিংহলের রাজাকে চাদ সদাগরের আনীত দ্রব্যাদির বিনিময়ে যে সকল দ্রব্যাদি দিতে হইবে, মধ্যস্থ হইয়া জুলাই কাড়ারী তাহ মীমাংসা করিয়া দিতেছে। জুলাই কঁাড়ারী বলে রাজা বিদ্যমান। বস্তু রাহা (৩) করি রাজা কর অবধান॥ এই যে বার কোষ যোড় দেখ হিঙ্গুলাল। ইহার বদলে দিবা সুবর্ণের থাল॥ কাষ্ঠের এই কেীট যোড় রঙ্গে টল মল। সুবর্ণের বাটী দিবা ইহার বদল ৷ তাম্বুলের বাটা যোড় নানা রঙ্গের। রজতের বাট দিবা বদলেত এর॥ বড় বড় চড়ীগুলা (৪) দেখিতে সুন্দর। ইহার বদলে দিবা সোণার ডাবর॥ কাষ্ঠের তাগাড়ী নেও এক এক গোট। ইহার বদলে দিবা সুবর্ণের ঘটী॥ সুন্দর এ পিড়িগুলা মানদারের সার। সুবর্ণ আসন দিবা বদলে ইহার॥ (১) নানা প্রকার বারুদ নির্ম্মিত অস্ত্র লইয়া কেহ কেহ পলিত সংযুক্ত করিতে লাগিল। (২) ঘুর্ণন করে। (৩) মূল্য নির্ণয় করিতে আরম্ভ। (৪) কাঠের গামলা।