পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—দ্বিজ বংশীবদন—১৬শ শতাব্দী। ર86 ডিঙ্গা বোঝাই করা। চান্দ বলে শুভঙ্কর কুল পুরোহিত। নায়ে ভরাভরি দেশে চলহ ত্বরিত॥ আসিয়া রাক্ষস দেশে করিলু পাটন (১)। রাক্ষস ভাড়িষা নেই বহু মূল্য ধন॥ চট ভুটি (২) দিয়া যত বস্ত্র লৈয়া যাই। জানাজানি হৈলে পাছে সকল হারাই॥ এতেকে সত্বরে তুমি নায়ে দেও ভরা। গাব কস দিয়া নাও করহ স্বসার (৩)॥ মণি ও মাণিক্য আর প্রবাল পাথরে। বহুমূল্য যত ধন তোল মধুকরে। গঙ্গা প্রসাদেত তোল মুকুতা হীরা। স্বর্য্যমণি চন্দ্রমণি শোভে উদয় তারা॥ কাঞ্চন ভরায় ভর নাও লক্ষ্মী-পাশা। উদয় গিরিতে ভর রূপ সীসা র্কাস॥ পিত্তল তামার যত বড় বড় থাল। বড় বড় পাথর হিঙ্গুল হরিতাল॥ ংস্ত শিলা তুল নিয়া যত রঙ্গ রস। কস্ত রী কুঙ্কুম তোল ভরিয়া কলস। মরিচ জয়িত্রী তোল জীরা জাতিফল। ইসব বেসাত ভরা ভরহ সকল। রাজবল্লভেত ভর হস্তীর দশন। ফটিক অঙ্গুরী আর যতেক চন্দন॥ মাণিক্য মেড়য়া ডিঙ্গা ভর নানা ধনে। আর দুর্গাবরে ভর অতি সাবধানে॥ সমার প্রধান ডিঙ্গা নামে চুয়াঠটা। পূর্ব্বে যাতে ভরিছিলা খেস খুঞি ভূট॥ নেত কথিবীয় ভর সিতি মকমল। শুদ্ধ যে সকল বস্ত্র রক্তকম্বল॥ (১) বানিজ্য। (২) ভোটবক্স = মোট কাপড় বিশেষ। (৩) সুদৃঢ়