পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসামঙ্গল—কবি ষষ্ঠাবর—খৃঃ ১৬শ শতাব্দীর প্রথমাৰ্দ্ধ। R(రీ বেয়াল্লিশ বাদ্য বাজে কাংশু করতাল। পঞ্চস্বরী বাদ্য বাজে ঢাককে বিশাল॥ গজ কান্ধে সোয়ার চলিল লক্ষ্মীন্ধর। কনক চৌদলে (১) চড়ি চলে সদাগর॥ কহে কবি ষষ্ঠীবর মনসার বর। বেলাবেলি এড়াইল চম্পক নগর॥ নদ নদী এড়াইল পর্ব্বত কানন। খাল বিল এড়াইল পর্ব্বত বিস্তর॥ তিন রাত্রি পরবাস পথেত করিঞা। বেহার-পাটনে চাদ মিলিলেক গিয়া॥ দশ দণ্ড বেলা আছে হৈতে অবশেষ। হেন কালে কৈল চাদ নগরে প্রবেশ॥ দেখিল উজানী লোক বয়ান (২) আনন্দ। সুবর্ণের ঘর দ্বার সুবর্ণ নির্ব্বন্ধ (৩)॥ স্ববর্ণের চিত্র ঘর স্ববর্ণের চাল। চতুর্দ্দিকে শোভ করে মণি মুক্ত মাল॥ ঘরের উপরে শোভে সোণার কলসী। নেতের পতাকা উড়ে গগন পরশ॥ সুন্দর রমণী সব দেখি নানা বেশ। স্থানে স্থানে ক্রীড়া করে সুন্দর পুরুষ। ব্রাহ্মণে পঠএ বেদ ক্ষেত্রী অস্ত্র ধরে। বিদ্যাধরী নাচয়ে গন্ধর্ব্বে নৃত্য করে॥ দেখি হরষিত হৈল সদাগর মনে। ধন্ত ধন্ত করি চন্দ্র তখন বাখানে (৪)॥ লক্ষীন্ধরের বিবাহ যাত্রা। চোরের নগর এড়ি যায় সদাগর। কাজির নগরে গিয়া মিলিল সত্বর॥ প্রথম চলিল কাজি মীর বহরবাণি। কাজির নগর গাএ আঙ্গি মাথে টুপি কুল হিঙ্গুলানি॥ (১) স্বর্ণ চতুর্দ্দোলে। (২) বদন। (৩) বাধা, নির্ম্মিত। (৪) প্রশংসা করে।