পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

있 বঙ্গ-সাহিত্য-পরিচয়। চাপাতলার উপহার। বেহুল বলেন শুন সুন্দর লখাই। তোমারে লইয়া যবে জলে ভাস্তে যাই॥ সহিত মেলানি ভার সঙ্গে সহচর। আমা নিতে আস্তা ছিল তিন সহোদর॥ ফিরিয়া না গেলাঙ আমি তা সভার বোলে। মেলানির ভার পুত্যা রাখে চাপাতলে ৷ পূর্ব্বকথা ভাল মনে পড়িল আমার। আছে কি না আছে সেই মেলানির ভার॥ কোদালে কুলের মাট কুড়েন কাণ্ডারী (১)। নানা দ্রব্য তোলে তলে বেহুলা সুন্দরী॥ চিপট (২) মুড়কি তাহে মোলাম সন্দেশ। রসাল পাণের বিড়া ভোগাদি বিশেষ ৷ ডাগর ঝালের লা দু চিনি-চাপা কলা। তাহা হৈত্যে নানা দ্রব্য তুলেন বেহুলা॥ বিচিত্র নলদ থেমি (৩) দিয়ে ছিল তায়। শ্রবণে সোণার গাঠা নানা দ্রব্য পায়॥ সোণার কৌটী তাহে সুরঙ্গ সিন্দুর। পরশের হার তথি শোভিত প্রচুর॥ বিচিত্র চিরণী তাহে আঙনার স্থলি। সরস গুবাক তাহে ছিল কথোগুলি॥ ছয়মাস ছিল দ্রব্য মাটীর ভিতর। নাহি টুটে নাহি পচে পরম সুন্দর ৷ বেহুলা কেবল মাত্র মনসার দাসী। তেকারণে যতদ্রব্য ছিল অবিনাশী। তুলিয়া সে সব দ্রব্য স্নান দান করি। বেহুলা লখাই পুজে জয় বিষহরী॥ দেবীরে প্রণাম করে যোড় দুই করে। তবে স্নান করাইল ছয়ট ভাস্বরে॥ চিপট মুড়কি তাহ হরষিতে খায়। রচিল কেতকা দাস মনসার পায়॥ তুলিয়া মেলানির ভার যত নানা উপহার বেহুল দিলেন সভাকারে। (১) মাঝি। (২) চিপিটক = চিড়া। (৩) ক্ষৌম বস্ত্র।