পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মনসা-মঙ্গল—দ্বিজ রসিক—১৮শ শতাব্দীর শেষ ভাগ।
২৯৭

বাসি বস্ত্র কাচিবারে আসিব প্রভাতে।
কালি তবে যাইবে আমার তবে সাথে॥
বেহুলা বলেন মাসি মোর প্রাণ ফাটে।
বাসি বস্ত্র আন মাসি কাচি লঞা পাটে॥
হাসিয়া বলেন তবে শুনলো সুন্দরি।
এই বস্ত্র কাচিবারে কার বাপে পারি॥
বেহুলা বলেন মাসি শুন মোর বাণী।
দেবতার বসন কাচিতে আমি জানি॥
নেতাই কাপড় কাচে সাবানের বোলে[১]
বেহুলা কাপড় কাচে শুধু গঙ্গাজলে॥
সকল কাপড় তবে শুকায়্যা বান্ধয়।
কুঙ্কুম চন্দন গন্ধ কাপড়েতে কয়॥
রজকিনী বলে রামা কর অবগতি।
কোথা লঞা রাখিয়াছ নিজ প্রাণপতি॥
বেণ্যানী বিনয়ে বলে বিশেষ প্রকারে।
মান্দাস সহিত মড়া রাখিয়াছি ধারে॥
বহুত বিনতি করি ধোবানীর পায়।
মৃত পতি মান্দাসেতে আনিবারে যায়॥

মনসা-দেবীর সর্প-সজ্জা।[২]

বিমুখ হৈয়া বৈসে দেব শূলপতি।
আপনার নিজমূর্ত্তি ধরে পদ্মাবতী॥
যত নাগ অবশেষ আইল বিদ্যমান।
অর্চ্চিয়া বাঁকাএ দেবী কৈল পরণাম॥[৩]
শঙ্খিনী চিত্রাণী নাগে শঙ্খ পেন্ধে[৪] হাতে।
কাশুড়িয়া নাগে দেবীর খোপা বান্ধে মাথে॥

৩৮
  1. বোলে = ফেণে।
  2. এই অংশ স্পষ্টতই মনসা-মঙ্গলের আদি-কবি কাণা-হরিদত্তের রচনা অবলম্বনে সঙ্কলিত।
  3. তাহারা বক্র হইয়া অর্চ্চনাপূর্ব্বক দেবীকে প্রণাম করিল।
  4. পরে।