পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రీరీ: (১) লক্ষপতির কন্ত। (২) শীতকালে। হইয়া পড়িয়াছিলেন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ষড়-ঋতুতে ছাগল-রক্ষণ। রামা ষড় ঋতু রাখেরে ছাগল। ক্ষুধায় আকুল হৈয়া ভক্ষ্য দ্রব্য না পাইয়া - কাননেতে খায় বন-ফল॥ বসন্তকালে রাখে ছেলী লক্ষপতির বালি (১) মনোভব জাগিল হৃদয়। শুনি কোকিলের রব উথলয়ে মনোভব সেই হেতু প্রাণী স্থির নয়॥ চণ্ডিকার ব্রত-হেতু ছেলী রাখে গ্রীষ্ম ঋতু মাঘে উতরোলি হয়্যা রামা। তাপিত তরণিজগলে বসি রামা তরুমুলে ভাবে রামা মনেতে অক্ষেমা॥ বরিষাতে রাখে ছেলী লক্ষপতি সাধুর বালি জলোঁকা বেষ্টিত সর্ব্ব গায়। শিবা ডাকে চারি ভিতে হয়ে রাম সচকিতে সেই দিগে ধাইয়াত যায়॥ শরতে আকুল হৈয়া ভ্রমে রামা ছেলী লয়্যা গুরুতর দুঃখেতে মগন। পাল খেদাইতে নারে আছাড় খাইয়া পড়ে ঘন ঘন স্মরিয়ে শমন॥ শিশিরে (২) হইয়া দুঃখী ছেলী রাখে ইন্দুমুখী ধাইতে যে অবশ চরণ। দেহে জীর্ণ ক্ষৌমবাস শীতেতে পাইয়া ত্রাস ইচ্ছে রাম আপন মরণ॥ হেমন্তে আকুল অতি হয়্যা রামা হতমতি তুষারে তিতিল জীর্ণবাস। শীতে নাহি রক্ত দেহে (৩) শক্তি নাহি কথা কহে ঘন ঘন ছাড়য়ে নিঃশ্বাস॥ (৩) গত শীত ঋতুতে খুলনা রক্তশূন্ত