পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

08 రి বঙ্গ-সাহিত্য-পরিচয়। করয়ে সকল লোক শীত নিবারণ। অভাগী ফুল্লরা মাত্র শীতের ভাজন॥ হরিণবদলে পাই পুরাণ খোসাল (১)। উড়িতে সকল অঙ্গে বরিষয়ে ধূলা ৷ বৃথা বনিতা জনম বৃথা বনিতা জনম। ধূলিভয়ে নাহি মেলি শয়নে নয়ন॥ নিদারুণ মাঘমাস সদাই কুজ্বরটি। আঁধারে লুকায় মৃগ না পায় আখেট (২)॥ ফুল্লরার আছে কত কর্ম্মের বিপাক। মাঘমাসে কাননে তুলিতে নাহি শাক। নিদারুণ মাঘমাস নিদারুণ মাঘমাস। সর্ব্বজন নিরামিষ কিম্বা উপবাস॥ সহজে শীতল ঋতু এ ফাল্গুনমাসে। পীড়িত তপস্বি-গণ বসন্ত বাতাসে॥ শুন মোর বাণী রামা শুন মোর বাণী। কোন সুখে ইচ্ছিলে হইতে ব্যাধিনী॥ ফাল্গুনে দ্বিগুণ শীত খরতর খরা। ক্ষুদসেরে বান্ধা দিনু মাটিয়া পাথর॥ (৩) কত বা ভুগিব আমি নিজ কর্ম্মফল। মাটিয়া পাথর বিনা না ছিল সম্বল॥ দুঃখে কর অবধান দুঃখে কর অবধান। আমানি (৪) খাবার গর্ত্ত দেখ বিদ্যমান॥ মধুমাসে মলয় মারুত মন্দ মন্দ। মালতীয়ে মধুকর পিয়ে মকরন্দ। বনিতা পুরুষ দোহে পীড়িত মদনে। ফুল্লরার অঙ্গ পোড়ে উদর দহনে॥ দারুণ দৈব দোষে দারুণ দৈব দোষে। একত্র শয়নে স্বামী যেন ষোল কোশে (৫)৷ (১) গাত্র বস্ত্র বিশেষ। (২) শিকারী। (৩) এক সের ক্ষুদ পাইয়া ( মেটে পাথর ) মৃৎপাত্র বাধা দিলাম। (৪) পাত্রের অভাবে মৃত্তিকা খনন করিয়ু তন্মধ্যে আমালি রাখা ক্রেশশ।