পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য—কবিকঙ্কণ—১৫৭৭–১৫৮৯ খৃষ্টাব্দ। 98Ꮔ কুড়িয়া বান্ধিল বীর সপ্ত ঘড়া ধন ৷ চণ্ডীর সম্মুখে রাখে ব্যাধের নন্দন। একেবারে লয় ভারে দুই ঘড়া ধন। ফুল্লরা ভারের পাছে করিল গমন॥ ধন রক্ষা হেতু মাতা রহে তরুতলে। ফুল্লরা রহিল ঘরে ধন করি কোলে॥ আর বারে আনে বীর দুই ঘড়া ধন। দেখি আনন্দিত হৈল ফুল্লরার মন॥ আর বার মহাবীর শীঘ্রগতি যায়। দুই দিগে দুই গোটা কলসী বসায়॥ এক ঘড়া অবশেষ দেখি মহাবীর। নিতে নারে দেড়ী ভার হইল অস্থির॥ মহাবীর বলে মাতা করি নিবেদন। চাহিয়া চিন্তিয়া দেহ এক ঘড়া ধন॥ যদি অভয়া ধন না দিবা অপর। এক ঘড়া ধন মা আপনি কাকে কর। অস্থির দেখিয়া বীরে ভাবেন অভয়া। ধন ঘড়া কাকে কৈলা বীরে করি দয়া॥ আগে আগে মহাবীর করিল গমন। পশ্চাতে চলিল চণ্ডী লয়ে তার ধন॥ মনে মনে মহাবীর করয়ে যুকতি। ধন ঘড়া লয়ে পাছে পলায় পার্ব্বতী॥ কালুর মন্দিরে মাতা দিলা দরশন। চোয়াড়ে খুড়িয়া পোতে সপ্ত ঘড়া ধন॥ চণ্ডিকা বলেন কালু ব্যাধের নন্দন। নগরের মাঝে দেহ আমার ভবন॥ পূজিও মঙ্গলবাবে করাইও জাত। গুজরাট নগরেতে তুমি হবে নাথ ৷ মুরারি শীলের প্রসঙ্গ। বেণে বড় দুষ্টশীল (১) নামেতে মুরারি শীল লেখা যোক করে টাকা কড়ি। পাইয়া বীরের সাড়া প্রবেশে ভিতর পাড়া (২) মাংসের ধারয়ে দেড় বুড়ি॥ (১) দুষ্টস্বভাবান্বিত। (২) অন্দরে। অঙ্গুরী ভাঙ্গাইবার চেষ্টা।