পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য-কবিকঙ্কণ-১৫৭৭–১৫৮৯ খৃষ্টাব্দ। වේද G শুনিয়া খুল্পনা দুঃখে ছড়িয়ে নিঃশ্বাস। অবনী প্রবেশি যদি পাই অবকাশ ৷ খুল্লনা ছাগল রাখে পাপ জ্যৈষ্ঠ মাসে। বারমাসী। অগ্নিসম পোড়ে অঙ্গ রবির প্রকাশে॥ আষাঢ়ে পুরিল মহী নব মেঘ-জল। ছাগ চরাইতে রামা নাহি পায় স্থল ৷ শ্রাবণে বরিযে নীর দিবস রজনী॥ ছাগ চরাইতে স্থান নাহিক অবনী ৷ সব বন এড়াইয়া চরাইয়া ছাগী। কোলে করি ছাগা পার করে দুঃখভাগী॥ ভদ্রে চরাইতে ছাগ ভেজে সর্ব্ব গা। অঙ্গুলির সন্ধিতে হইল পাকুই ঘা ৷ দুঃখে মুখে খুল্লনা শরৎকালে ভাবে। আশ্বিনে আসিবে প্রভু দেবীর উৎসবে॥ কীর্ত্তিক মাসেতে হৈল হিমের প্রকাশ। গৃহে নাই প্রাণনাথ করি বনবাস॥ তুষার শীতল ঋতু হিম চারি মাস। খুল্লনার শীত খণ্ডে রবির প্রকাশ ৷ আইল বসন্ত ঋতু প্রচণ্ড কিরণ। অশোক কিংশুক ফুটে পলাশ কাঞ্চন॥ নগরিয়া প্রজাগণ শুকাইছে ধান। অপরাধ কৈলে প্রজা করে অপমান॥ উজানী নগর কাছে অজয়নদ পানী। খুঁয়ে পরি ছেলী ধরি করে টানাটানি। গহন কাননে রামা দিল দরশন। বৃক্ষতলে বসি করে ছেলী অপেক্ষণ॥ বনে বনে ছেলী লয়ে ভ্রময়ে যুবতী। অটবী ভ্রমিয়া বুলে (১) কাম-সেনাপতি॥ সঙ্গেতে মকরকেতু আইল বসন্ত ঋতু বসন্ত ঋতু। তরুগণ পুলকে পূর্ণিত। অজয়নদীর কুলে অশোক তরুর মূলে শোভা হেরি কামিনী মোহিত॥ (১) ভ্রমণ করে।