পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ধর্ম্মরাজের গীত—মাণিক গাঙ্গুলী—১৫৪৭ খৃষ্টাব্দ।
৩৯৯

কোপ হলো রাজার কোটালে কয় ডেকে।
আমার ভাণ্ডারে চুরি এত লোক বেচে[১]
কোটাল তখন কয় করুণা বচন।
কোটালের প্রতি শাসন ও চোরধরার চেষ্টা।চারি দিন করিমু চোরের অন্বেষণ॥
বলি যদি চোর হয় বলে ছলে বুঝে।
প্রবেশিব পাতাল ধরিব পাঁজ পেঁজে[২]
অস্তিক অগস্ত্য হকু অথবা দুর্ব্বাসা।
ধরে দিব এখনি ধনের পাবে নিশা॥
ধাইল কোটাল সঙ্গে নিজ অনুচর।
প্রবেশ করিল আগে পঞ্চম সহর॥
কালচক্র কোটাল সে কোটি বুদ্ধি ধরে।
সন্ধান করিয়া বুলে সভাকার ঘরে॥
বিশাশয় গঞ্জ পাতা বাইশ বাজার।
একে একে সকল খুঁজিল সাত বার॥
বাইতির পাড়ায় পড়িল গিয়া ডঙ্কা।
দ্বিজ শ্রীমাণিক ভণে শুনে হলো শঙ্কা॥


করতার পাদ-পদ্ম করেছি ভরসা।
ও রাঙ্গা চরণ পাব এই মনে ভরসা॥ ধুয়া॥
হরিহর ঘরে বসে হরিনাম করে।
দ্বিবাহু দণ্ডক দূত[৩] দাণ্ডায় দুয়ারে॥
কালচক্র[৪] কোটাল ধনের গন্ধ পায়।
চঞ্চল লোচনযুগ চারিপানে চায়॥
ধন কোলে হরিহর ধর্ম্মকে ধিয়ান।
হরিহর ধৃত।বলে এইবার রক্ষা কর স্বরূপ নারায়ণ॥
অনুমানে কোটাল ধরিল তার চুলে।
দারুণ বন্ধন দেয় হাতে পায় গলে॥
আথালি পাথালি মারে বন্দুকের হুড়া।
পরিধান বসন ভূষণ হলো গুঁড়া॥

  1. বাছিয়া।
  2. কৌশলক্রমে।
  3. দ্বিবাহু আর দণ্ডক এই নামধেয় দুই দূত।
  4. কোটালের নাম কালচক্র।