পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 S8 রাণীর আত্মহত্যা ও ছয় বধুর সহমরণ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। হেলাইয়া শুণ্ড চলে যত করিবর। গণ্ডেতে সিন্দুর শুণ্ডে লোহার মুদগর। আগু দলে সেনাপতি বেটে নিল বাট। চলিল রাজার সঙ্গে নব লক্ষ ঠাট। রথভরে চলে রথী দেখি বিপরীত। কনক-কলস চুড়ে পতাকা-শোভিত॥ বার ভূঞা চলে ঘোড়া করিয়া তাজনী (১)। আচ্ছাদিত ধুলায় গগনে দিনমণি। সভা আগে মহামদ করেছে পয়ান। ছয় বেটা সঙ্গে রাজা কর্ণসেন যান॥ ইন্দ্র যায় সঙ্গে ধায় গঙ্গাধর ভাট। ঘোর শব্দে সঘনে ডাকয়ে মার কাট ৷ গৌড় রেখে পার হৈল ভৈরবীর জল। দ্বিজ রামচন্দ্রে গান শ্রীধর্ম্মমঙ্গল॥ কর্ণসেনের বিবাহ। ময়নাগড়ের রাজা কর্ণসেন ইছাইঘোষের সঙ্গে যুদ্ধে ছয় পুত্র হারাইয়াছেন, সেই শোকে পত্নী প্রাণত্যাগ করিয়াছেন। স্ত্রী ও পুত্রগণের বিয়োগে কাতর চিত্তে তিনি সন্ন্যাসীর বেশে গৌড়ের সম্রাটের সহিত দেখা করিতে গমন করেন। গৌড়েশ্বরের পক্ষ অবলম্বন করিয়া কর্ণসেনের এই দুৰ্গতি হইয়াছে, এজন্য গৌড়েশ্বর অত্যন্ত দুঃখিত হন। তিনি বৃদ্ধ কর্ণসেনকে গৃহী করিবার জন্ত বিশেষ উৎকণ্ঠিত হইয়া স্বীয় অল্পবয়স্ক পরম রূপবতী শু্যালিকা রঞ্জাকে তাহার সহিত বিবাহ দিতে কৃতসংকল্প হন। কিন্তু গৌড়েশ্বরের মহাপাত্র (Prime Minister) মহামদ এই বিবাহে বিরোধী হইবেন অনুমান করিয়া রাজা তাহাকে কামরূপ জয় করিতে প্রেরণ করেন, ও স্বীয় শ্বশুর রাজা বেনুরায়কে সন্মত করাইয়া মহামদের অনুপস্থিতি-কালে এই বিবাহ সম্পন্ন করেন। বাসা ঘরে উপনীত হল্য মহীপতি। কর্ণসেনের পাটরাণী নাম শিলাবতী॥ রাণীর নিকটে সেন কাদিয়া কহিল। ছয় পুত্র তোমার সমরে যুঝে মল্যে ৷ শিলাবতী পুত্র-শোকে কান্দিয়া ব্যাকুল। জীবন তেজিল রাণী খায়্যা হলাহল॥ (১) তৰ্জ্জন।