পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত–রামচন্দ্র বাড়ষ্যা-১৭শ শতাব্দী। 8 న সিদ্ধার্থ গোরোচনা দৰ্পণ রৌপ্য সোণা অভ্র তাম্র আর চামর। স্বর্ণ প্রশস্ত থালে কন্তীর কপালে বান্ধিল বেনু নৃপবর॥ করিয়া নির্ম্মঞ্ছন (১) নিছিয়া ফেলিল পাণ ভূপ হৈল সজল নয়নে। কনক-সিথি মাথে স্বত্র বান্ধিয়া হাতে আশিস করিল দ্বিজগণে॥ বাজিল শঙ্খ বাশা আনন্দে রাজা আসি মৃত্তিক পূজে হরবিতে। আনন্দে ভূপক করিলা নাদীমুখ দিলেন বসুধারা স্কৃতে॥ অধিবাস সারি বসিলা অধিকারী হইয়া আনন্দ অপার। রূপেতে সত্যভামা শতেক আয়্যা রামা শোভিত নানা অলঙ্কার॥ মন্থর রাণী সঙ্গে শতেক আয়্যা রঙ্গে কাখেতে কুম্ভ হাতে ঝারি। কৌতুকে ঘরে ঘরে জল সহিবারে চলিল যতেক সুন্দরী। দুৰ্জ্জন-সিংহ-সুত গোপাল সিংহ খ্যাত বৈষ্ণব প্রহলাদ-সমান। তস্ত দেশে বাস ধর্ম্মের ইতিহাস দ্বিজ রামচন্দ্রে গান ৷ ঘরে ঘরে জল সয়্যা আইল এয়্যগণ। পরিহাস কৌতুকে মহলে দরশন। গৌড়েশ্বর সুবেশ করিয়া কর্ণসেনে। অধিবাস করাইল আনায়া ব্রাহ্মণে॥ বরসাজে কর্ণসেন চাপি চতুর্দ্দোলে। উপনীত হৈল গিয়া রাজার মহলে ৷ যত মেয়া বর দেখি হায় হায় করে। এমন সুন্দরী কন্যা দিল বুড়া বরে ৷ বিবাহ সমাপ্তি। (১) নিছিয়া।