পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত–রামনারায়ণ–১৭শ শতাব্দী। রামনারায়ণ–খ্রষ্টীয় ১৭শ শতাব্দী। ঢেকুর-বিজয়। রামনারায়ণের অন্ত কোন পরিচয় পাওয়া যায় নাই। তিনি ‘রামকৃষ্ণের কনিষ্ঠ ভ্রাতা, এই মাত্র ভণিতায় পাওয়া গিয়াছে। যে হস্তলিখিত পুথি হইতে এই অংশ উদ্ধৃত হইল তাহ বাং ১১৯৩ সালের (১৭৮৬ খৃঃ) লেখা। আমরা গ্রন্থ রচনার কাল সপ্তদশ শতাব্দী বলিয়া অনুমান করি। পূর্ব্বে এক স্থানে উক্ত হইয়াছে, সোমঘোষের পুত্র ইছাইঘোষ ঢেকুর অধিকার করির রাজকর বন্ধ করেন। কথিত আছে দেবী শুামরূপা’র কৃপায় ইছাই সমরে অজেয় হইয়াছিলেন। গৌড়েশ্বর কুপিত হইয়া সাত বার ঢেকুর আক্রমণ করিয়া পরাজিত হন। শেষ যুদ্ধে লাউসেনের পিতা কর্ণসেন তাহার সপ্ত পুত্র হারাইয়া শোকগ্রস্ত হন। লাউসেনকে এবার গৌড়েশ্বর ইছাইকে দমন করিয়া প্রতিশোধ লইবার জন্ত পাঠাইয়াছেন। লাউসেনের প্রধান সেনাপতি কালু-ডোমের হস্তে ইছাইর প্রিয় প্রধান যোদ্ধা লোহাটার মৃত্যু হইয়াছে। লাউসেন অজয় পার হইয়া আসিয়াছেন। লাউসেন থান দিল (১) ঢেকুর উপর। যোড়া শিঙ্গা মারে কালু (২) বীর ধনুৰ্দ্ধর॥ তের দলুই ঘন দেয় নাগরা নিশান। (৩) শব্দ শুনি ইছাই কোপেতে কম্পবান॥ ঘন-ঘোর-লোচনে জবার জ্যোতিঃ সার (৪)। কোটাল কোটাল বলি দিলেক হাকার (৫)॥ অবিলম্বে কোটাল আইল সেই ঠাঞি। মহাদপ করি তারে জিজ্ঞাসে ইছাই॥ গড়ের দক্ষিণে শুনি বাজলা কিসের। চল শাস্ত্র চণ্ডাল (৬) করিয়া আয় টের॥ বলিতে বচন মাত্রেক হয়্যাছিল ব্যাজ। (৭) যাম্য গড়ে উপনীত রজনীর রাজ (৮)॥ (১) স্থান লইলেন। (২) কালু দুইটি শিঙ্গ একত্রে নিনাদ করিল। (৩) তের দলুই নামক সেনা নাগরা বাজাইয়া নিশান তুলিল। (৪) ঘন-ঘোর চক্ষে জবার জ্যোতিঃ দেখা দিল। (৫) হুঙ্কার। (৬) কোটাল চণ্ডাল জাতীয় ছিল। (৭) ইছাইএর এই আদেশ দিতে মাত্র যে বিলম্ব হইয়াছিল। (৮) কোটাল। 8ミ> লাউসেনের আগমন।