পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত—ঘনরাম—১৭১৩ খৃষ্টাব্দ। 8○○ রাজার সাক্ষাতে আসি কহিল বিশেষ। ডেকে বলে ইন্দে (১) বেটা লুটে খায় দেশ॥ তোমার ভাণ্ডারে চুরি তত্ত্ব নাহি করে। কোটাল মাতাল মদে মেতে থাকে ঘরে॥ কোপে উঠে কয় রাজ কে করিল চুরি। সবংশে বধিব নয় চোর দেহ ধরি। কাতর কোটাল কয় নোঙাইয়া শির। চারি দণ্ডে আমি চোরে করিব হাজির ৷ ইন্দেকে আপনি পাণ দিল নরপতি। ধাইল কোটালগণ ভাবি ভগবতী॥ খুজিয়া বাজার পাড়া নগর সহর। ঘর ঘর নগর চত্বর খোজে চর॥ চোর না পাইয়া শেষে বাইতি-ভবন। প্রবেশ করিয়া পাইল ভূপতির ধন॥ হরিহরের প্রতি চৌর্য্যা বুঝিয়া বেড়িল বাড়ী বাইতি খেলে তাড়া। ভিযোগ। অমনি কোটাল বাধে দিয়া ঝুঁটিনাড়া। নাথানুথ কনুইগুত কুপিয়া কিলায় (২)। বাইতিনী লোটে পড়ে কোটালের পায়॥ প্রাণ রাখ নিশানাথ (৩) দোষ নাহি কিছু। ধর্ম্ম যদি সত্য হয় সাক্ষী পাবে পিছু॥ তোমার কি দোষ ইন্দে সব করে কলি। ইন্দে বলে এখন আছিলি ধর্ম্মশীলী॥ ধন সঞে (৪) চোর বেন্ধে ভাঙ্গিছে ভরম। কি আর চোরার নারী বুঝাস ধরম॥ এত বলি কোপযুত কোটালের যুথ। রাজধানে (৫) বেন্ধে নিল যেন যমদূত। ধনচোরে দিয়া মাথা নোঙাল কোটাল। বিবরণ বলিতে বকৃসিস পাইল শাল॥ (১) কোটালের নাম। (২) নাথ মুথা= লাথি। কনুই গুত৷= কনুই দ্বারা প্রহার। কুপিয়া= রাগিয়া। (৩) কোটাল। রাত্রিকালে কোটালের পাহারা দিতে হয়, এজন্ত “নিশাপতি নিশানাথ প্রভৃতি কথায় কোটালকে বুঝাইত। (৪) সঙ্গে। (৫) রাজার নিকট।