পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q>。 বঙ্গ-সাহিত্য-পরিচয়। বালকের খেলা যেন তেমতি হইল। দয়ানিধি বিধি মোরে বঞ্চিত করিল। পুনরপি যোড়করে বলেন ধীরে ধীরে। কি লাগিয়া প্রভূ রাম ছাড়িলে আমারে। কান্দিতে কান্দিতে সীতা পশিল অনল। তা দেখি অবনী পড়ে বানর সকল॥ পশু পক্ষ অচেতন যায় গড়াগড়ি। চলিলেন চন্দ্রমুখী মায়া মোহ ছাড়ি॥ এমন ব্যথিত মোর যদি কেহো থাকে। প্রাণনাথে বুঝাইয়া অভাগীরে রাখে। তা দেখিয়া লক্ষ্মণের মুখে নাই রা। চরণে ধরিয়া বলে না ছাড়িহ মা ৷ বিষাদ ভাবিয়া লক্ষ্মণ যায় গড়াগড়ি। কার বোলে রামচন্দ্রে তুমি যাবে ছাড়ি॥ আসিবার কালে মাতা সোপিল তোমারে। দন্তে তৃণ ধর্য বলি না ছাড়িহ মোরে॥ তুমি যদি অগ্নিমাঝে করিবে প্রবেশ। তবে আর রামচন্দ্র না যাবেন দেশ॥ চিত্রকূটে জননী ধরিলা তোমার হাতে। আপন মাথার দিব্য দিলা কান্দিতে কান্দিতে॥ রাম-সঙ্গে অবশু আসিহ চন্দ্রমুখী। আমি যেন তোমাদের চাদমুখ দেখি॥ অঙ্গীকার কৈলে তুমি তাহার নিকটে। ভাবিতে সে সব কথা মোর প্রাণ ফাটে॥ তোমা বিনে অযোধ্যা কেহো আর নাঞি যাবে। বল দেখি অভাগী মাএর কিবা হবে। জানকী বলেন লক্ষ্মণ আর কেনে কান্দ। পুনঃ পুনঃ কত আর মায়া-জালে বান্ধ ৷ মোর কর্ম্মদোষে দুঃখ বিধাতা লিখিল। হৈল মোর এই দশা কপালে যে ছিল ৷ পোড়াইব নিজ অঙ্গ অনল প্রবেশে। তুমি প্রভূ লয়্যা সঙ্গে যায় নিজ দেশে ৷