পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

QS)の শিবের ধনুঃ। বর দিলা ভগবতী শ্রীরাম হউক পতি বঙ্গ-সাহিত্য-পরিচয়। দেবের শুনিয়া কথা আনন্দিত হৈল মাতা দেব-চক্র বুঝিতে না পারি। o অদ্ভুত মধুর ভারতী ৷ ধনুক দেখিয়া রাম চিন্তে মনে মন। এ মত ধনুক নাহি এ তিন ভুবন॥ বড় বড় বীর আইল জিনিঞা সংসার। ধনুক দেখিয়া কেহ নহে আগুসার ৷ বিশ্বামিত্র বোলে শুন কমল-লোচন। তোমার বিক্রম আজি দেখিব ত্রিভূবন। গুরুর বচনে হাসে কমল-লোচন। এক বাক্য বুলি আমি তাথে দেহ মন॥ ধনুখান দেখি গুরু অতি বড় ভর। না পারিলে লজ্জা পাই সভার ভিতর॥ রামের বচনে ক্রোধ হইল লক্ষ্মণ। আপনাকে আপনে না জান কি কারণ॥ ধনুকে গুণ দিব আমি কার্য্য কত বড়। কঠোর পণ করিয়াছে জনক নৃপবর॥ শিবের ধনুকে গুণ দিব যেহি জনে। তার তরে সীতা দেবীক করিব সমর্পণে॥ যদি আজ্ঞা কর মোখে কমল-নঞান। গুণের কি কার্য্য (১) ধনু করো (২) খান থান ৷ যে পর্ব্বতে ধরিয়াছি এ মহী-মণ্ডলে। যদি আজ্ঞা কর রাম তোলো বাহুবলে॥ এক টানে তুলিবার পারো পৃথ্বী-খান। ধনুক করিয়া মোর কোন বস্তু জ্ঞান ৷ কত বড় বাশের ধনুক কমল-লোচন। আকাশে ফিরাও যে দেখুক সর্ব্বজন। বীর-দপ করি তবে বলিছে লক্ষ্মণ। আমি কথা কহি তোরা শুন সর্ব্বজন॥ (১) গুণ দেওয়া সামান্ত কথা। (২) করি।