পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○〉8 পরিচয় প্রদান। বিপ্লটের বিনয় ও সৌহার্দ্য। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ই বা কোন আসন লইব অহঙ্করী। ইন্দ্রের আসন লৈতে নিমেষেকে পারি॥ দিনেতে ভুঞ্জাএ বিপ্র সহস্ৰেক সতী। ষষ্টি সহস্ৰ অন্ধ খোড়া ভুঞ্জএ নিতি নিতি॥ আর যত অমৃত ভুঞ্জএ নিতি নিতি। কুরুবল কম্পবান যাহার সংহতি॥ কুন্তীস্থত যুধিষ্ঠির ভুবন ভিতর। পৃথিবী ব্যাপিয়া আছে এক দণ্ডধর॥ হেন যুধিষ্ঠিরে তোহ্মার লইবে সিংহাসন। অনুচিত বাক্য কেনে কহত অখন॥ অৰ্জুনের মুখে শুনি এহি সব বাত। বিরাট নৃপতি কহে যোড় করি হাত। সত্য যদি যুধিষ্ঠির এই মহাশয়। তবে কেহ্নে হেন মোর আহ্মার অন্যায়॥ অৰ্জ্জুনে বোলেন শুন অজ্ঞাত-বাস পণ। হেন হেতু কৈল সভে কপট মিলন। রন্ধনেতে গেল ভীম এহি মহাজন। যুধিষ্ঠির মহারাজ হইল ব্রাহ্মণ॥ দ্রৌপদী সৈরিন্ধী গেল স্বদেষ্ণার পাশ। যার লাগি সবংশে কীচক হৈল নাশ॥ সহদেব নকুল গোপ অশ্বপাল। অৰ্জুন নাটোয়া (১) এহি দেখিয়াছ ভাল॥ এতেক খণ্ডিল ভালে অজ্ঞাতের পণ। হেন হেতু আহ্মি সব একত্রে মিলন। শুনিয়া বিরাট রাজা প্রত্যয় হইল। ভূমিতে পড়িয়া রাজা প্রণাম করিল। পুনি পুনি কহে রাজা করিয়া প্রণতি। পাত্র হইয়া থাকি আহ্মি তোমার সংহতি॥ পুনি পুনি চরণে মাগম (২) পরিহার। যতেক করিছি দোষ ক্ষমহ আহ্মার॥ (১) নাটুয়া= নর্তক। (২) মাগিব।