পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—ঘনশু্যাম দাস—১৬শ শতাব্দী। VII চলিল বিষয়া মাথে রাথিয় লিখন। অন্তরে হইয়া হৃষ্ট চাহে ঘনে ঘন॥ সংহতি লহয়া দাসী হাসিতে হাসিতে। হেন কালে দরশন সখীগণ সাথে॥ কি কারণে হাস তুমি চিত্ত অভিলাষ। কি দেখিলে কি কহিলে কহ সুপ্রকাশ ৷ কহিল সভারে কন্যা বিবাহ কারণ। পাঠাইল বর পিতা হাসি তে কারণ॥ হুর্য্যেরে কহিল রামা হয় স্থপ্রকাশ। নিশ্চয় করিয়া পতি দেহ চন্দ্রহাস॥ নিজ পুরে বিষয় গেলেন হরষিতে। চন্দ্রহাস বিনে তার অন্ত নাহি চিতে॥ অপরাহ হইল বেলা দেখি চন্দ্রহাস। অশ্ব আরোহণে যায় মন্ত্রীর সকাশ ৷ ভজ কৃষ্ণ-পদ-দ্বন্দ্ব মকরন্দ পানে। ঘনশ্যাম দাস কহে কৃষ্ণের চরণে॥ চন্দ্রহাসের বিবাহ। সেবক সঙ্গতি করি গেলা অন্তঃপুরে। অশ্ব হৈতে নাম্বিয়া চলেন ধীরে ধীরে॥ তবে চন্দ্রহাস গিয়া দ্বারীরে কহিল। চন্দ্রহাস আসিয়াছে মদনে বলিল॥ তবে সেই দ্বারী চন্দ্রহাসে প্রণমিঞা। দুই তিন বিহন্তে সে গেল পার হৈয়া॥ যেই থানে সিংহাসনে বসিয়া মদন। চন্দ্রহাসের মদনের পুরাণ ভারত লৈয়া যতেক ব্রাহ্মণ॥ নিকট গমন। কেহ নৃত্য করে কেহ চামর চুলায়। রায়বার পড়ে ভাট অতি উচ্চরায়॥ (১) হেন কালে দ্বারী গিয়া কহে যোড়করে। বৈষ্ণব চন্দ্রহাস দাণ্ডাইয়া দ্বারে॥ (১) ভাটগণ উচ্চৈঃস্বরে রাজ-দরবারের কীর্ত্তি-গাথা (রায়বার) পাঠ করিতেছিল।