পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—রাজেন্দ্র দাস–১৬শ শতাব্দী। ○8Q বান্ধিল চিকুর বাস সম্বরে সত্বর। দশন মাজিয়া শীঘ্র মুখে দিল জল। স্বর্য্যে দণ্ডবৎ করি চলিলেন্ত ঘর। লজ্জায় হরিষ মুখ চমকে চঞ্চল। কুন্তে জল ভরি ঝাটে চলে তিন জন। দৃষ্টি হতে দুরে গেল নাহি দরশন॥ না দেখিল তিন কস্তা গেল কোন ভিত। ক্ষণেকে বিস্ময় রাজা হইল মূৰ্ছিত॥ ধন হারাইয়া যেন বিহবল কৃপণ। ঙ্গদর্শন ও বিরহ। তেন মত হৈল রাজা ব্যাকুলিত মন॥ দেখিলেক বনচর মরণ চাতুরী। সেই লীলা চলিল যে গতি মতি স্মরি॥ হান্ত রহস্ত মাধুর্য্য স্মরিতে পুনি পুনি। বিকল হইয়া তবে চলে নৃপমণি॥ সেই পথ অনুসারি রাজাএ চলিল। হেন কালে সৈন্তে আসি তাল লাগ পাইল॥ নিঃশব্দ হৈয় তবে চলে নৃপমণি। সেই পথ অনুসারি রাজাএ চাহে পুনি। স্থানের নিয়ম করি দুষ্মন্ত রহিল। (১) কি করিব কথা (২) পাইব চঞ্চল হইল। অনঙ্গের বীরতাপে দহে কলেবর। মর্ম্মান্তিক তপ্ত বায়ু বহে নিরস্তর॥ ব্যান (৩) লগ্ন চিত্ত মগ্ন হৃদয় ভিতর। না পূরে আরতি ভাবি রূপে মনোহর। রাজার বিমন দেখি সকল চিন্তিত। বিলম্ব দেখিয়া কিবা হইবেন দুঃখিত। (১) যে পথ দিয়া শকুন্তলা গিয়াছেন সেই দিকে বারংবার রাজা দৃষ্টিপাত করিতে লাগিলেন, এবং মনে মনে স্থাম নির্দেশ করিয়া রাখিলেন। (২) কোথা। (৩) সর্ব্ব শরীরব্যাপী বায়ু।