পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—রাজেন্দ্র দাস—১৬শ শতাব্দী। やぐ> পূর্ব্ব কথা স্বরিয়া যে উড়ে দুঃখখানি। আন্ধি বিহা কৈলে তুঙ্গি হইবা সতিনী। হাস্ত্য পরিহাস্ত কথা আছিল বিস্তর। সম্ভাষিয়া ব্রাহ্মণী সকল গেল ঘর॥ রাজার নিকটে তবে গেল শকুন্তলা। প্রেমভরে রতি যেন সুরম্য চলিলা॥ রাজ-সভায় শকুন্তলা। তপোবনে পরিত্যক্ত শকুন্তলাকে শিষ্যদ্বয় সহ কামুনি দুষ্মন্তের নিকট পাঠাইয়াছেন। বিস্মিত হইয়া নরপতি ভাবে মনে মন। হেন কালে শকুন্তলা দিল দরশন। স্বৰ্গ হোতে খসি যেন চন্দ্র অকস্মাৎ ৷ অনলে কনক দহি লামিছে সভাত॥ (১) স্বর্য্য দরশনে যেন দৃষ্টি নহে স্থির। সেই মত জলে শকুন্তলার শরীর॥ অন্তঃপুরবাসী যত দেখে নারীগণে। মুখ-চন্দ্র হেরি রহে সজল-নয়নে॥ রাজাএ জানিল এহি লক্ষ্মী মূর্ত্তিমান। ব্রাহ্মণের শাপে কিছু স্থির লহে জ্ঞান। দাড়াইল সুন্দরী করিয়া যোড় হাত। কমল-নয়ন ভরি অশ্রু হএ পাত॥ আপন পতিত্ব দঢ় ধর্ম্ম-নীতি জানি। লজ্জা ভয় ছাড়িয়া প্রণাম কৈল পুনি॥ নমো চন্দ্রবংশপতি ইলুর তনয়। নমো রাজা রাজ্যেশ্বর কপট-হৃদয়॥ আদ্যপতি নরপতি গুণের সাগর। সত্যদ্রোহী মিথ্যাবাদী করম নমস্কার। আপ্ত-কার্য্য-সাধি পর-দুঃখে উদাসীন। নমস্কার করি তোহ্মা কপট-মহিম। o (১) অনলে স্বর্ণ দগ্ধ হইয়া (আরও উজ্জল হইয়া) যেন সভাতে নামিয়াছে (অবতীর্ণ হইয়াছে)।