পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৯০ যুধিষ্ঠিরের ভক্তি বিনয়। বঙ্গ-সাহিত্য-পরিচয়। হের অবধান কর কুন্তীর কোঙর। দুই সহোদর দেখ খগের ঈশ্বর॥ ভীষ্ম দ্রোণ ক্ষত্ত ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠতাত। উগ্রসেন যজ্ঞসেন শল্য মন্দ্রনাথ॥ বসুদেব বাস্থদেব আদি যত জন। তব পদে প্রণাম করিছে সর্ব্বজন॥ পৃথিবীতে নাহি রাজা তোমার তুলনা। কে কহিতে পারে তব গুণের বর্ণন॥ ব্রহ্মাণ্ড পূরিল রাজা তব কীর্ত্তি যশঃ। তব গুণে মহারাজ হইলাম বশ। কৃষ্ণের বচন শুনি রাজা যুধিষ্ঠির। ভয়েতে আকুল হৈয়া কম্পিত শরীর। নয়ন-যুগলে বহে চারি ধারা নীর। মুহুমুহুঃ অচেতন হয়ে কুরুবীর। ধৈর্য্য হৈয়া বলে রাজা বিনয়-বচন। অকিঞ্চন-জনে প্রভু এত কি কারণ॥ তোমার চরণে এই মোর মনস্কাম। অবধান মোর নিবেদনে ঘন-শু্যাম॥ তড়িত-জড়িত-পীত-বসন ভাল সাজে। শ্রীবৎসাঙ্ক কৌস্তুভ শোভিত অঙ্গ-মাঝে। শ্রবণে পরশে চক্ষুঃ পুণ্ডরীক পাত। বিষ্ণু বিশ্ব-রূপ প্রভু সর্ব্ব-লোক-নাথ। ংসারে আছয়ে যত পুণ্য-আত্মা জন। সতত বন্দয়ে প্রভু তোমার চরণ॥ তা সভাসদৃশ পদ বন্দিবারে আশা। আকাজ যে মাগিবারে না করি ভরসা। যদি দিবে দেহ এই কৈল নিবেদন। অনুব্রত (১) বন্দি যেন তোমার চরণ॥ এ সব অনিত্য যেন বাদীয়ার বাজি। তোমার বিষম মায়া কার শক্তি বুঝি। (১) সর্ব্বদা।