পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—রামচন্দ্র খা—১৭শ শতাব্দীর শেষভাগ। 94 চন্দ্রহাস বীরব্রহ্মা হংসধবজ সনে। সর্ব্ব রাজা করিল সোসর (১) সম্ভাষণে॥ ধর্ম্মরাজ চলিলা তবে মুনি সব লৈয়া। সভাকেতো (২) আগে করি যায় পথ দিয়া॥ স্ত্রীগণ সঙ্গে রাজা করিল সম্ভাষণে। আনন্দে পরমানন্দে বন্দে জনে জনে ৷ স্ত্রীগণ সঙ্গে চলেন দ্রৌপদী সুন্দরী। রাজগণ সঙ্গে চলেন শ্রীপ্রভু হরি॥ রুক্মিণী সত্যভামা যতেক যুবতী। কৃষ্ণের সকল নারী কৃষ্ণের সংহতি॥ চন্দনের জলে কৈল পথের সেচন। পড়িছে কল্যাণ-মন্ত্র পণ্ডিত ব্রাহ্মণ॥ ধান্ত দুর্ব্ব মাথে দিয়া আশীর্ব্বাদ দিল। সভাই একত্র হৈয়া যজ্ঞস্থান মাজিল ৷ ব্রাহ্মণী দিব্য রূপ দিব্য বেশ ধরি। সংহতি করি আনিল যত রাজ-নারী॥ বেদের বিহিত তবে স্থান নির্ম্মাইল। চতুর্দিকে সারি সারি কদলী রোপিল। সকল মুনির শ্রেষ্ঠ বকদালব্য মুনি। শাস্ত্র-নিয়ম-মত কৈল বেদিক তখনি। অষ্ট দুয়ার যজ্ঞের মণ্ডপ সাজাল্য। শালগ্রাম শিলা জার ক্রৰ আনিল ৷ উদুখল মুষল যজ্ঞের সব সাজ। সকল আনিয়া জড় কৈল ধর্ম্মরাজ॥ আচার্য্য হুইলা ব্যাস বকদালব্য ব্রহ্মা। আর যত যত মুনি আল্যা পুণ্যকর্ম্ম॥ কামদেব গৌতম আর মুনি পরাশর। ভরদ্বাজ বশিষ্ঠ কথোক সুন্দর॥ সুমন্ত ভার্গব মুনি আরত কৌণ্ডিল্য। মধুকণ্ঠ গালৰ আর সৌরভ প্রবীণ। (১) তুল্য প্রকার। (২) সকলের। సారి