পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A8や খেলার সার্থীদিগকে সাস্তুনা করিক্ষা কুশধ্বজ্জের যাত্রা। বঙ্গ-সাহিত্য-পরিচয়। চল পিতা অতঃপর কান্দুন মানে মা। ভোগ করি গিয়া চল কর্ম্ম-ভোগ যা ৷ তিন পুত্র আগে যায় ব্রাহ্মণ পশ্চাতে। উত্তরিল ত্বরা পরে সুমন্ত্র-সাক্ষাতে॥ এই নেয় মন্ত্রী বল্য বলিল ব্রাহ্মণ। আছাড় খায়্যা ভূমে পড়ে হয়্যা অচেতন॥ কুশধ্বজে ত্বরা পরে মন্ত্রী এস্তা ধরে। মস্তকে করিয়া উঠে রথের উপরে॥ অন্তরীক্ষে চলে রথ বেগগতি যায়। জনার্দ্দন অর্জুন (১) ডাকেন উচ্চরায়॥ কোথা যাও কুশধ্বজ আর আসিবে নাই। বনেতে সে সব খেলা পড়ে রৈল ভাই॥ কুশধ্বজ বলে ভাই জন্ম সারা সেই। আমার কপালে বিধি লিখেছিল এই॥ এ জন্মের মত মোর খেলা ফুরাইল। প্রবোধ করিহ ভাই মাতা পিতা রইল। কহিতে কহিতে রথ অন্তরীক্ষ চলে। বশিষ্ঠের মত দ্বিজ শ্রীলক্ষ্মণে বলে॥ মাতার শোক ও কুশধ্বজের রাজসভায় প্রবেশ। মুচ্ছর্ণ হৈয়া সিদ্ধান্ত ব্রাহ্মণ পড়ে ভূঞে। দুটি পুত্র ধর্য লয়্যা জল দেই মুঞে॥ ধর্য ধরি ধীরি কর্য লয়্যা যায় বাসে। অজ্ঞান ব্রাহ্মণী পড়া অশ্র-জলে ভাসে॥ আপনি ব্রাহ্মণ তারে তোলে ধর্য হাতে। মুখে জল দেই বলে বোধ নাই চিতে॥ কুড়া পানে চীন কত স্বর্ণ পাইয়াছি। আর দুই পুত্র আছে এত শোক কি॥ নীরব হল্যা ব্রাহ্মণী বচন নাঞি মানে। দুই পুত্র ধর্য লয়্যা দ্বিজ দিল কোলে ৷ দেখাশুষ্ঠা ব্রাহ্মণী আনমন হইল কথ। অন্তরীক্ষ-গতি হোথা মন্ত্রী যায় দ্রুত॥ (১) খেলার সার্থীদের নাম।