পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত–মাধবাচার্য্য-১৬শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। 인 ছাড়িল জীবন পাপ মায়াবী অমুর। শিলার উপরে পড়ি অস্তুরে কৈল চুর। বুকের উপর শিশু খেলায় নির্ভয়। কহে দ্বিজ মাধব কংসের নাহি জয়॥ কৃষ্ণের বাল্য-লীলা। ঘরের গোময় ঝাটি রন্ধন বাড়ন পরিপাটী সভে থাকি আপনার কাযে। না জানি কেমন ছলে আসিয়া হেনঞি কালে যশোদার নিকট পুরপ্রবেশ করএ গৃহ-মাঝে॥ oলীলা 驚oপর যত ভাণ্ড সারি সারি ঘৃত দধি ননী পুরি শিকার উপরে রাখি দূরে। হাতে যদি নাহি পাএ উপায় হজিয়া খাএ শিশু নহে বড়ই চতুরে (১)॥ শুনগো যশোদা-রাণি অপরূপ কাহিনী শঠ বড় তোমার কুমারে। তিমির-মন্দির ঘন মণিময় আভরণ সন্ধানে গোরস সব চোরে॥ ঠাঞি ঠাঞি করি দিঠি আনিঞা উঠল পিঠি তদুপরি উদুখল সারে। শিল পাথর দেয় তথি ঘন ঘন লোক চাহি বাহি বাহি উঠয়ে উপরে। যেই বস্তু যেই খানে সব জানে অনুমানে রন্ধন-ঘরে পাচিকণর আগে। সুবলিত ধারা গলে বদন মেলিয়া তলে উদর পূৱয়ে সার ভাগে ৷ কেহো বা দেখিতে পাএ দূরে পলাইয়া যায় অবশেষে পড়ে উভ ধারে। এ সব দেখিয়া কুঁড়ি বাদ করি ভাঙ্গে হাড়ী ক্ষীর নবনীতে ঘর পূরে ৷ (১) শিশুর মত নহে, অত্যন্ত চতুর ব্যক্তির মত।

ly