পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২২ কৃষ্ণনাম। প্রবোধ-দীন। রুক্মিণীর বিলাপ। (১) লিপদ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ইবে কি করিব মোর ঈশ্বরী হইলু হার কেমনেতে করীব চেতন॥ কেহ বলে শুন বাণী যাহার কারণে ধনী তার নাম কহ কর্ণমূলে। করি এই মন্ত্রণ যত সব বরাঙ্গণ শ্রবণেতে কৃষ্ণ কৃষ্ণ বলে॥ শুনিঞা প্রভুর নাম দেহে সঞ্চারিল প্রাণ উঠে ধনী ছাড়ি হুহুঙ্কার। উন্মত্ত বাউলি যেন চমকি নেহারি পুনঃ নেত্রে বারি বহে অনিবার॥ এক সখী কোলে করি বসি কহে ধীরি ধীরি কেনে হেন হইলে উন্মত্ত। ললাটে লিখন যাহা কে খণ্ডিতে পারে তাহা তুমিত জানহ সব তথ্য ৷ কে না পূজে দেবী দেবা উত্তম না বাঞ্ছে কেবা - তাহে কৃষ্ণ জগত-বল্লভ। অখিলজনার ভর্তা ব্রহ্মাণ্ডের এক কর্তা তারে প্রাপ্তি অতি সে দুর্লভ॥ তুমি যদি হয় তার জন্মে জন্মে অধিকার থাকিলে শ্রীকৃষ্ণধনে পাবে। নহে যত কর আশি লোকে হয় উপহাস সভে মাত্র জীবন হারাবে॥ শুনি প্রিয়-সখী-কথা কহেন ভীষ্মক-স্থত গদগদ বচন মুসার। আমি কৃষ্ণ-পদ-দাসী নহি অন্ত অভিলাষী তবে কেন পড়ে আথান্তর (১)॥ মোর মন কৃষ্ণ চায় পিতা বৈল দিব তায় বর দিলা মহেশ পার্ব্বতী। ইথে যদি হৈল অন্ত বুঝিলাম সব শূন্ত প্রাণ রাখি এ কোন চরিতি॥