পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br○8 রুক্মীর প্রাণ-রক্ষণ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। দশ দশ অশ্বপরে দশ সারথিরে। লাগালেকে দশ দশ কৃষ্ণের উপরে॥ অবলীলারূপে হরি বাণ সম্বরিয়া। রুক্মীর করের ধনু ফেলিল কাটিয়া॥ পুনঃ পুনঃ লয় ধনু কাটে দামোদর। দেখিয়া ভীষ্মক-সুত হইল ফাফর॥ শেল শূল জাঠা জাঠী পরিঘ পট্টীস। যত নিক্ষিপএ রুক্মী কাটে জগদীশ॥ পুনর্ব্বার কৈল হরি বাণ অবতীর্ণ। তুরঙ্গ সারথি মৈল রথ হৈল চূর্ণ। বিরথি হইয়া বীর নাম্বি ভূমিতলে। খড়গ লয়ে করে ধরি রণ করি বোলে ৷ রুক্মিণী-হরণ-কথা শুনিতে উল্লাস। শ্রীগুরু-চরণে কহে নরহরি দাস॥ রথ অশ্ব সারথি বিহীন ধনুর্ব্বাণ। তথাপি ভীষ্মক-সুত ক্রোধেতে অজ্ঞান ৷ খড়গ ধরি যায় রথ অশ্ব কাটিবারে। তা দেখি গোবিন্দ তখন কুপিল অন্তরে॥ মরিব মারিব বলি করে লইল বাণ। তা দেখি ভীষ্মক-সুতা কম্পিত পরাণ॥ সকাতরে কৃষ্ণে কহে ধরিয়া চরণ। না বধ না বধ প্রভু ভেয়ের জীবন॥ যদি দুষ্টমতি তবু মোর সহোদর। প্রিয়া-বাক্যে নিধন না কৈল দামোদর॥ অসি চর্ম্ম কাটি তারে বান্ধি নাগপাশে। খুরূপ বাণেতে তার মুড়াইল কেশে॥ হেন কালে আইল তথা রেবতীরমণ। কৃষ্ণেরে গর্জিয়া কিছু কহেন বচন॥ শুনহ গোবিন্দ একি দেখি তব জ্ঞান। নুতন কুটুম্বে এত কর অসম্মান।