পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b"○○ কৃষ্ণপদ-চিহ্ন দর্শন। রাধামাধব-মিলন-কুঞ্জ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। পূরব দেখিঞা রাখ লই যশোমান। কান্দিয়া অভাগী গোপী মাগে জীউ দান ৷ হেন বোলে সেই এক মাধবীর তলে। লক্ষণে চিনিল প্রভুর চরণ-কমলে। প্রাণ পাইল করি পদচিহ্ন ভালে। দেখিতে না দেখে কেহো লোহের হিল্লোলে॥ কৃষ্ণপদ-চিহ্ন ভালে সব গোপীজনে। লোটাঞ লোটাঞা কান্দে শ্রীকৃষ্ণ-স্মরণে॥ সে হেন কেশের রাশি ধূলাএ ধূসরে। গাএর বসন কেহোঁ ভালে না সম্বরে॥ সেই চরণের চিহ্ন কৃষ্ণ হেন মানি। বিরহে বিদহে গোপী বলে চাটু বাণী॥ অভাগী গোপীরে দয়া করিলে কি লাগি। কি দেখি আপনে এত হইলে নিরপেখি (১)॥ তুহি দেব-দুর্লভ গোপিনী বনচারী। তাহে দোহে নেহা (২) যেন চাদ চকোরী॥ ইথে পাএ পাএ গোপী তার হাত ঘাটি। বিচারিতে তোমাকে কোথাহ নাহি আঁটি॥ দয়া দেখি গোপীরে মোর সহ দোষ। ভাঙ্গিতে পারিলে নাহি ভাঙ্গি মধুকোষ। এত নানা বিষাদ করিঞা গোপনারী। প্রাণপণে যায় কানুপদ অনুসারি॥ সুবর্ণ ভূমিতে নানা কুসুম-পরাগে। তাহে মকরন্দ-বিন্দু রহে লাগে লাগে॥ তাহার উপরে শোভে কৃষ্ণের চরণে। রসের সাগর যেন কমলের বনে॥ তবে সভে উত্তরিলা সেহ কুঞ্জ ঘরে। রাধিক মাধব যথা করিল বিহারে॥ ঠাঞি ঠাঞি দেখিলা বিরহ-উপচারে। দেখিএঃ নবীন নানা কেলি পরচারে। (১) উদাসীন। (২) মেহ।