পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-8ミ কলিযুগ। প্রাকৃত ভাষার গুণাগুণ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। কলিতে বিদ্যায় দুনু (১) বাঢ়ায় অহঙ্কার। পুথিতে অভ্যাস করে ধন অর্জিবার॥ সব পর ভাবিয়া আপন নাম করে। নানা পরকারে পোষে নিজ পরিবারে। হেন মত কলিকালে পণ্ডিতের ব্যবহার। নরদেহ ধরি যেন বুলে অহঙ্কার। লোক রঞ্জিবারে করে আচার বিচার। মনশুদ্ধি নাহিক আটোপ (২) মাত্র সার। একেতে অধিকার নাই ভাষার বিচার। বুঝিয়া মরম অর্থ করি ব্যবহার॥ লৌকিক (৩) বলিয়া না করিহ উপহাসে। লৌকিক মন্ত্রে সিদ্ধ সাপের বিষ নাশে। তেন (৪) কলি-বিষ নাশে লৌকিক কীর্ত্তনে। নাম দেব করিবা নিকট পরণামে॥ পণ্ডিত সব যত পঢ়ে ভাগবত পুরাণে। কেবা না বুঝয়ে লোক লৌকিক আখ্যানে॥ সে অর্থ বুঝিতে ফল পাই বা না পাই। সেই সব বিচার বুঝহ তার ঠাঞি॥ যে জন পণ্ডিত বলি ধরে অহঙ্কারে। পুরাণ ভাগবত তার আছে ভারে ভারে। যে জনার অধিক নাহিক বিপত্তি। গোপাল-চরণে তার থাকুক ভকতি॥ ভাষাদোষ না বাছে ভাবনা (৫) মাত্র জানে। রসের বচন দুই রহিয়া বাখানে॥ কিবা মোর হেন যারা আছে গুণবন্ধে। তার লাগি করিব পাচালী প্রবন্ধে॥ ভাবুকের পরায়ণ যোগীর সব রস। রসিক জনের যেন মূর্ত্তিমান রস॥ (১) দ্বিগুণ। (২) গর্ব্ব। (৩) লৌকিক (প্রাকৃত ) ভাষায় এই গ্রন্থ লিখিলাম, বলিয়া উপহাস করিও না। (৪) সেই প্রকার। (৫) যিনি শুধু ভাব মাত্র পরিগ্রহ করেন।