প্রবাহিণী/অবসান/৬

উইকিসংকলন থেকে

নাই বা এলে সময় যদি নাই,
ক্ষণেক এসে বোলো না গো যাই যাই যাই
আমার প্রাণে আছে জানি
সীমাবিহীন গভীর বাণী,
সেই চিরদিনের কথাখানি বল্‌তে যেন পাই॥

যখন দখিন হাওয়া কানন ঘিরে
এক কথা কয় ফিরে ফিরে,
পূর্ণিমা চাঁদ কা’রে চেয়ে
একতানে দেয় আকাশ ছেয়ে,
যেন  সময়হারা সেই সময়ে
চরম সে গান গাই॥