বনবাণী/নটরাজ-ঋতুরঙ্গশালা

উইকিসংকলন থেকে


নটরাজ-ঋতুরঙ্গশালা

ভূমিকা

নৃত্য গীত ও আবৃত্তি -যোগে ‘নটরাজ’ দোলপূর্ণিমার রাত্রে শান্তিনিকেতনে অভিনীত হয়েছিল।

 নটরাজের তাণ্ডবে তাঁর এক পদক্ষেপের আঘাতে বহিরাকাশে রূপলোক আবর্তিত হয়ে প্রকাশ পায়, তাঁর অন্য পদক্ষেপের আঘাতে অন্তরাকাশে রসলোক উন্মথিত হতে থাকে। অন্তরে বাহিরে মহাকালের এই বিরাট নৃত্যচ্ছন্দে যোগ দিতে পারলে জগতে ও জীবনে অখণ্ড লীলারস-উপলব্ধির আনন্দে মন বন্ধনমুক্ত হয়। ‘নটরাজ’ পালা-গানের এই মর্ম।

শান্তিনিকেতন
দোলপূর্ণিমা। ১৩৩৪