বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/ইটালিতে আজাদ হিন্দ ফৌজ

উইকিসংকলন থেকে

ইটালিতে আজাদ হিন্দ ফৌজ।

 ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করিবার উদ্দেশ্যে দক্ষিণ পূর্ব্ব এশিয়া ও জার্ম্মানিতে যেভাবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হইয়াছিল, ১৯৪২ সালে ইতালীতেও সেইভাবে আর একটি অজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। এই সকল সৈন্যের প্রাথমিক শিক্ষার পর স্থির হইয়াছিল যে তাহারা ভারতের সীমান্ত প্রদেশে ব্রিটিশ ও মার্কিন সৈন্যবাহিনীর অগ্রগতি প্রতিরোধ করিতে চেষ্টা করিবে। কিন্তু ইতালির সামরিক বিভাগের কর্ত্তৃপক্ষের সহিত আজাদ হিন্দ ফৌজের কর্ত্তৃপক্ষের মতভেদ হওয়ায় এই সংঙ্কল্প কার্য্যে পরিণত হয় নাই।

 মিঃ ইকবাল সেদাই ও মিঃ নিরঞ্জন সিংএর নেতৃত্বে ভারতীয় বন্দী সৈন্যগণকে লইয়া ইটালিতে অপর একটি দল গঠিত হয়। ইতালীয় অফিসারগণের দ্বারা তাহাদিগকে প্যারাসুট ব্যবহার করিতেও শিক্ষা দেওয়া হয়। পরে ইতালীয় সামরিক বিভাগের কর্ত্তৃপক্ষ এই সৈন্যগণকে লইয়া লিবিয়া যাইবার উপক্রম করিলে, আজাদ হিন্দ ফৌজের নেতৃগণ অসম্মত হন। ইহার ফলে এই সৈন্যদল পুনরায় যুদ্ধবন্দীরূপে গৃহীত হয়।