বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/জিয়াওদি এস্‌টেট

উইকিসংকলন থেকে

জিয়াওদি এস্‌টেট (Ziawadi Estate)

 রেঙ্গুনের নিকটে ‘জিয়াওদি’ নামে একটি জমিদারী ছিল। ইহার আয়তন ৫০ বর্গমাইল। এই জমিদারী অস্থায়ী স্বাধীন গভর্নমেণ্টের অধীন ছিল। ইহার মধ্যে সুবৃহৎ চিনির কারখানা, পশমি সুতা, কম্বল এবং চটের কারখানা ছিল। অস্থায়ী গভর্ণমেণ্ট এখানে কয়েকটি হাসপাতাল স্থাপন করিয়াছিলেন। এখানকার ১৫০০০ ভারতবাসীর মধ্যে অনেকেই এই সকল কারখানার কার্য্যে লিপ্ত ছিল। এই অনতিবৃহৎ সম্পত্তির আয় অস্থায়ী স্বাধীন গভর্নমেণ্ট গ্রহণ করিতেন এবং ইচ্ছামত ব্যয় করিতেন।