বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/রাজনীতিক লাঞ্ছিত দিবস

উইকিসংকলন থেকে

নিখিল ভারত রাজনীতিক লাঞ্ছিত দিবস

 ১৯২৯ সালের আগষ্ট মাসে “নিখিলভারত রাজনীতিক লাঞ্ছিত দিবস” উপলক্ষে সুভাষচন্দ্র দক্ষিণ কলিকাতায় এক শোভাযাত্রা পরিচালনা করেন। সমগ্র ভারতে রাজনৈতিক অপরাধে লাঞ্ছনাপ্রাপ্ত ব্যক্তিগণের প্রতি সহানুভূতি প্রদর্শন করাই এই সভার উদ্দেশ্য ছিল। এই উপলক্ষে সুভাষবাবু, শ্রীযুক্ত কিরণ শঙ্কর রায় প্রমুখ ব্যক্তিগণের বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ উপস্থিত হয়। সুভাষচন্দ্র আলিপুরের ম্যাজিষ্ট্রেটের নিকট উপস্থিত হইলে তাঁহাকে জামিনে মুক্তি দিবার আদেশ হয়। পরিশেষে ১৯৩০ সালের ৩০শে জানুয়ারি তারিখে আদালতের বিচারে তাঁহার প্রতি নয় মাস সশ্রম কারাদণ্ডের আদেশ হয়।