বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/রেডিও ষ্টেশন

উইকিসংকলন থেকে

রেডিও ষ্টেশন

 আজাদ হিন্দ গভর্ণমেণ্টের চারিটি Broadcasting Station ছিল। এই স্টেশনগুলির উপর বাহিরের কোনও শক্তির কোনও প্রভাব ছিলনা। মিস্টার এস. এ. আয়ার (Publicity and Propaganda minister) এই রেডিও গুলির কার্য্য সম্বন্ধে সকল ব্যবস্থাই করিতেন। মিষ্টার তিলক নামে অপর একজন ভারতীয় রেঙ্গুণ রেডিও স্টেশনের ডিরেক্টর ছিলেন। ইঁহাকে কয়েকমাস কলিকাতায় কারারুদ্ধ করিয়া রাখিবার পর দিল্লীর লাল কেল্লায় লইয়া যাওয়া হয়। বিগত ১০ ই ফেব্রুয়ারী (১৯৪৬) তারিখে তিনি কারামুক্ত হইয়াছেন।