বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/শিক্ষা

উইকিসংকলন থেকে

শিক্ষা

 পাঁচ বৎসর বয়সে সুভাষচন্দ্রকে কটকে প্রটেস্ট্যাণ্ট ইউরোপিয়ান স্কুলে ভর্ত্তি করিয়া দেওয়া হয়। তারপর তিনি রাভেনশ’ কলেজিয়েট স্কুলে প্রবেশ করেন। সেই স্কুল হইতে তিনি কৃতিত্বের সহিত ম্যাট্রিকিউলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। এই পরীক্ষায় তিনি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন। স্কুলে অধ্যয়নকালে তিনি বরাবরই তাঁহার শ্রেণীতে প্রথম স্থান অধিকার করিতেন।