বিষয়বস্তুতে চলুন

ব্যায়াম শিক্ষা (প্রথম ভাগ, ১৮৭৩)/৬৭

উইকিসংকলন থেকে

৫৮ ব্যায়াম।

হাত ও হাঁটু দিয়া হরিজণ্ট্যাল বার প্রদক্ষিণ।

 হরিজণ্ট্যাল বার দুই হাতে ধর। এক পায়ের হাঁটুর পশ্চাৎ ভাগ দিয়া বার টিপিয়া ধর, অন্য পা নীচে ঝুলাইয়া দিয়া দুলিয়া পিছন দিকে উল্‌টীয়া পড়, এবং বেগে ঘুরিয়া আইস।

 যখন পশ্চাৎ দিক্ দিয়া ঘােরা বিলক্ষণ অভ্যাস হইবে, তখন সন্মুখ দিয়া ঘােরা অভ্যাস করিবে। সে সময় দুই হাতে বারের পশ্চাৎ দিগ্ ধরিতে হইবে, এবং দুই পা পরস্পর অন্তরিত করিয়া ঘুরিতে হইবে।