ভুল সুকোমল/ক্রান্তি মুহূর্তের কবিতা: ২

উইকিসংকলন থেকে

ক্রান্তি মুহূর্তের কবিতা: ২

প্রচণ্ড কম্পনে নিভে যায় পৃথিবীর
 বুকের মশাল
লণ্ডভণ্ড পাঁজরের হাড়
কাটারিবিদ্ধ কণ্ঠনালীর বীভৎস চিৎকার
বাতাসের গলা থেকে ঝরে
ঈথারের ধমনীতে কম্পিত বিদ্যুৎ
দিশেহারা হ’য়ে পড়ে

প্রচণ্ড কম্পনে ধ্বসনামা পৃথিবীর
 বিধ্বস্ত কঙ্কাল
খুলে দেয় পাতালের সকল কপাট
ছুটে আসে কাতারে কাতারে
গর্ত থেকে উত্থিত কয়লার মতো।
 অসংখ্য ময়াল
গলিত শবের গন্ধে প্লাবিত ব্রহ্মাণ্ড
দারুণ ধিক্কার দিয়ে মিথ্যা বিধাতারে
আশ্রয় খুঁঁজে চলে শিয়ালের মাথার ভিতরে
নারকী কীটের পাল কোটরে কন্দরে
 সূক্ষ্ম বস্ত্র কাটে
কষ্টিপাথরের লজ্জা গ’লে
কর্দমাক্ত রাস্তাঘাটে
ধূসর করেছে চিন্তার পরাগে
দুষিত বায়ুর মতো

প্রচণ্ড কম্পনে
কক্ষচ্যুত প্রাণের স্পন্দন
খ'সে পড়ে প্রাগৈতিহাসিক রাত্রির গহবরে
ছায়াপথে রক্তাক্ত স্খলনে
ছত্রভঙ্গ সকল প্রত্যয়
ক্ষয়িষ্ণু সততা মেঘের জঠরে
 পুড়ে ছাই হয়
পুলকিত বজ্রের অঙ্গারে
ছায়াপথে তরল ইচ্ছার ভ্রূণে
সঞ্চারিত কর্দম পুত্তলি
কালো কালো ইসারায় উচ্চকিত বন্য যুগান্তরে
কীটদষ্ট নীতিবোধ
নিম্পেষিত নাভিশ্বাসে
পলায়নপর উদ্‌ভ্রান্ত তারাদল
বার বার পদানত ফ্যাকাসে ক্রন্দনে
পাতালের সৌখিনপ্রাসাদে
কুটিল স্নায়ুুব তরল বিন্যাস
অন্তহীন আকুতি জানায়
পুলকিত কোষে কোষে
ক্ষয়িত সূর্যের বিষন্ন কিরণে
ছায়াময় মোজায়েক থেকে
চকমকে ঢেলা ছোঁঁড়ে মোহিনী কালিমা
ধূসরিত মাটির শরীরে

প্রচণ্ড কম্পনে
ঝাউগাছ সনাতন
ওপড়ানো চোখের মতন
অন্ধকারে ভেজান মাটিতে
তুষারশীতল দৃষ্টি তুলে ধরে

তালিমাড়া জরিষ্ণু পোষাকে
জীর্ণ বাক্যে বেদান্ত কোরাণ
ভূকম্পের ক্ষুধার্ত জঠরে
ঢুকে প’ড়ে শায়িত নিষ্প্রাণ
মাড়ান ফুলের মতো
ম্রিয়মান সমাধিতে