ভুল সুকোমল/যে কোন মাটিতে

উইকিসংকলন থেকে

যে কোন মাটিতে

যে কোন মাটিতে দেহ রেখে
উষ্ণতা বদলে নেবার সময়
 ভারি দাগ ফুঁঁড়ে ওঠে
মসৃণ রোদের গায়ে বাতাসের দাগ
সরল আত্মায় মেশে সমস্ত শরীর

ভারি মাটি ভারি দাগ দাগময় উত্তরাধিকার
তমিস্রায় ডুব দিলে
মাটির উষ্ণতা নিয়ে সমস্ত শরীর
সরল আত্মায় মিশে হিরণ্ময় হয়।