বিষয়বস্তুতে চলুন

রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/১৫

উইকিসংকলন থেকে

জীবন-জমির ’পরে যারা
যত্নে বোনে সোনার বীজ,
হাওয়ায় বুনে ফুৎকারেতে
ক’র্‌ছে যারা সব খারিজ;—
খতম্ সে সব এইখানেতেই—
বীজ না ফলে পুনর্ব্বার,
গোরের ভিতর যে জন, সে কি
জীবন নিয়ে ফিরবে আর!॥ ১৫