বিষয়বস্তুতে চলুন

রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/৩৫

উইকিসংকলন থেকে

এই যে আমার পেয়ালা-বঁধু
জীবন-সাড়া দিচ্ছে আজ—
কোন্ অতীতের সাক্ষী এ জন
কোন্ সেকালের স্ফূর্ত্তিবাজ!
আজ পরিচয় ভিন্ন রূপে—
মৃত্যু-শীতল মাটির চাপ—
স্মৃতির নিশান নাই কি তবু
ওই অধরে চুমোর ছাপ!॥ ৩৫॥