রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/৬২

উইকিসংকলন থেকে

ব’ল্‌লে আর এক পেয়ালা তারে—
তত্ত্ব এটা খুব গভীর,
বালক—সেও পানের পরে
খোঁজটা রাখে পাত্রটীর;
গ’ড়্‌লে যে জন আপন হাতে
কতই স্নেহ-কল্পনায়—
আর কি পারে রাগের ভরে
নষ্ট কভু ক’রতে তায়!॥ ৬২