বিষয়বস্তুতে চলুন

রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/৭৫

উইকিসংকলন থেকে

বিভোর প্রাণে আসবে যেদিন—
আকুল মিলন প্রতীক্ষায়
তৃণাসনে অতিথ্-সভা
ছড়িয়ে যেথা তারার প্রায়;
উজল পায়ে আসবে যখন
আমার যেথায় ছিল স্থান,
উপুড় ক’রে রেখো সেথায়
আমার শূন্য পাত্রখান!॥ ৭৫॥

তামাম্ শোধ্ 

—— উজল পায়ে আসবে যখন আমার যেথায় ছিল স্থান,
উপুড় ক’রে রেখো সেথায় আমার শূন্য পাত্রখান!——