হারামণি/৪৫

উইকিসংকলন থেকে
একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৬৫)
◄  ৪৪
৪৬  ►

৪৫

মানুষ চিনে সঙ্গ নিও মন, গোল যেন আর কারো করোনা।
মন তুমি জল পিপাসায় আকুল হয়ে গরুর চোণা খেওনা।
কালসাপিনীর হাতে পড়ে, মরবিরে তুই একইকালে,
‘ডংশিলে’ হবি বেমোনা (ও তুই হবি বেমোনা)।
ও তুই দেশ বিদেশে ঘুরে মরবি বিষের ওষধ পাবানা॥
গোঁসাই নলিন চাঁদ বলে, ঘন দুগ্ধ ‘পুর’ হইলে জালে
কম হইলে হইবে না
(জালে কম হইলে হইবে না।)
মন তুমি সামাল থেকো ঘুমের ঘোরে চোরে
দেয় না যেন হানা।