বিষয়বস্তুতে চলুন

পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ನb” অক্ষিপুটের রোগবিলি। এইরূপ স্থলে অrদিম অপায়ের অবস্থান, অক্ষিপুটি স্ফীতির অভাব এবং ইকির্মোসিসের ক্রমবৰ্দ্ধন, এই সকল দ্বারা আঘাতের গুৰুতর প্রকৃতি সুস্পষ্ট অনুভূত হয়। এই আঘাতে অস্থি ভগ্ন হইলে, রক্ত আক্ষিক কনজংটাইভ ও অক্ষিপুটের কৌষিক-শিল্পীতে উৎ প্রবেশ ( Effuse ) করে। অতএব ইহা দেখা যাইতেছে যে, যদি অক্ষিকোটরের নিম্নপ্রাচীর ভগ্ন হয়, তবে অক্ষিগোলকের নিম্নাৰ্দ্ধমণ্ডলীয় কনজংটাইভার ভলভাগে, এবং নিম্নাক্ষিপুটে, প্রথমতঃ ইকিমেসিস প্রকাশিত হয়। ভদ্রুপ যেখানে ফন্টাল বোনের অর্ব্বিটাল প্লেট অর্থাৎ ললটাস্থির তক্ষিকোটরাধীর ভগ্ন হয়, সেখানে উহা উৰ্দ্ধাক্ষিপুটে, ও কন্‌জং টাইভার উৰ্দ্ধদেশে প্রথমে প্রকাশিত হয়। যাহা হউক এইরূপ উদাহরণে ইকিমোসিস কোন প্রকার গুৰুতর বিষয় নহে; তবে উহ। দ্বারা কেবল আঘাতের গৃঢ়প্রকৃতি অবগত হওয়া যায় বলিয়া, তদ্বিষয়ে মনোযোগ দেওয়া অত্যাবশ্যক। ছিন্নাঘাত।—সীমান্য আঘাত লগিয় অগ্নিপুট ছিন্ন হইলে, অtঘাভিত স্থানের প্রান্ত এক বা তদধিক রেসমের বা রৌপ্য তারের সুচীর দ্বারা একত্র সম্বন্ধ করিয়া, পরে তথায় শীতল জলের পটি সংলগ্ন করিতে হয়। দুই বা তিন দিবস পরে মুচীরগুলি বহিষ্কৃত করা যাইতে পারে; কিন্তু তখন পর্য্যন্তও অক্ষিপুট মুদিত রাথিয়া, কম্প্রেস এবং ব্যাণ্ডেজ দ্বারা উক্ত অংশ সম্পূর্ণ বিশ্রান্ত রাখা সর্ব্বতোভাবে পরামর্শ সিদ্ধ। এইস্থলে ইহাও বলা বাহুল্য যে, অক্ষিপুটের এই ক্রটন বাহ্যতঃ দেখিলে সামান্য বলিয়া বোধ হয়, কিন্তু উছ অক্ষিকোটরে গভীররূপে প্রবিষ্ট আঘাতের বহিঃস্থ চিকু মাত্র। এইরূপ স্থলে ব্যগ্র হইয়া সত্বর ভাবিয ল প্রকাশ করা কোনমতেই বৈধ হয় না। লিভেটর পালপিব্রি পেশীর স্বত্র সকল বিভাজিত করিয়া অক্ষিপুট ছিন্ন রইলে, উক্ত পেশীর কার্য্যাদি বিনষ্ট হইতে পারে; সুতরাং তাছা হইলে, রোগীর অক্ষিপুট উত্তোলিত করা অসম্ভব হইয় উঠে। কোন২ স্থলে অক্ষিপুট তথৰ সুপ্র-অর্ব্বিট,”ল্ব প্রদেশ নিম্পিষ্ট বা অস্ত্রাঘাত দ্বার। আপয়গ্রস্ত হইলে, লিভেটর প্যালপিত্রি পক্ষাঘাতিত হইয় পড়ে। তার কেশন২ স্থলে কেবল টোসিস বা অক্ষিপুটের পতন হয় এমত নকে, উক্ত চক্ষুর দৃষ্টিও ক্রমশঃ হানি হইয়া আইমে। এই বিষয় স্পষ্ট করিয়া বুঝাইবার নিমিত্ত, আমরা সাহস করিয়া বলিতে পারি যে, পঞ্চম স্নায়ুর কোন না কোন শাখা অপায় গ্রস্ত হইয় থাকে; তদ্বারা তথা হইতে অফথ্যাল্‌মিক্‌ গ্যাংলিয়ন এবং ক্যারেটিড প্লেক্সসে উত্তেভ না আসিয়া, পরিশেষে সমবেদন স্বায়ুকেও পীড়িত করে। এইরূপ ঘটনা হওয়ায়, উক্ত স্বায়ুর কৈশিক নাড়া মণ্ডলে দীর্ঘস্থায়ী রক্তপূর্ণ অবস্থা সংঘটিত হইয়% ও