পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిఫి অক্ষিপুটের রোগীবলি। হউক, এইরূপ প্রকার স্ফোটকে অস্ত্র নিমজ্জিত করিবার সময়, অস্তরদিক হইতে বহির্দিক পর্যন্ত অর্থাৎ নাসাদিক হইতে কর্ণাভিমুখে, অর্ব্বিকিউল্যারিজ পেশীর সূত্রচয়ের অনুযায়ী অস্ত্র করা পরামর্শ সিদ্ধ।

    • i Tịsf*ị-ỹ *F5 (Syphilitic ulceration) |-# *Fs offito (Primary) fool cofid ( Secondary) tows of &facil অক্ষিপুটে উৎপন্ন হুইযা থাকে। প্রাথমিক উপদংশ রোগভুক্ত স্থলে, উপংশ ৰীজ নিরপেক্ষভাবে সংলগ্ন হইয় প্রায়ই কনজং টাইভাতে রোগোদয় করে। পরে তথা হইতে ক্রমশঃ চর্ম্ম, এমত কি, অক্ষিপুটের সমুদায় বেধ পর্য্যন্তও পীড়িত করিয়া থাকে।

সাধারণতঃ অক্ষিপুটের ঔপদংশিক ক্ষত গৌণ উপদংশ কারণেই উৎপন্ন হুইয়া থাকে *। আমি এরূপ কতকগুলি অভ্রমণত্মক স্থল দেখিয়াছি, যাহাতে অক্ষিপুটের অধিকাংশ ভাগ বিনষ্ট ন হইলে, এইরূপ রোগের প্রকৃতি বিশেষ রূপ অবগত হওয়া যায় নাই। এই সকল অবস্থায় ক্ষত সচরাচর অক্ষিপুটের প্রান্তভাগ হইতেই তারিস্ত হয়। প্রথমতঃ কেবল অক্ষিপুটের চর্ম আক্রান্ত হয়, কিন্তু কিছুকাল বিগত হইলে পুটেণপস্থি এবং অন্যান্য নিৰ্মাণও আক্রান্ত হয়; এবং এইরূপে অক্ষিপুটের সমুদায় বেধ ক্ষত সমবেত হইয় পড়ে। ক্ষত স্থানের প্রান্তভাগ উলটাইয়া যায়, ও সাধিক ঘন হয়; এবং তদুপরি হইতে অবিরত রক্তাক্ত ক্লেদরস বিনিগত হইভে থাকে। এই রোগে যাতনীর অধিক্য নাই; এবং রোগী মূঢ়ংরপে রোগ বৃদ্ধি প্রযুক্ত উক্ত পীড়িত স্থানে কদাচিৎ কষ্ট অনুভব ও প্রকাশ করে। কিন্তু রোগাক্রান্ত হইবার সময় রোগী দুর্ব্বল ও শীর্ণ বিশীর্ণ হইলে, সত্বর রোগের বৃদ্ধি হইয়া সমুদায় অক্ষিপুট পীড়িত হওতঃ ভয়ানক কষ্ট প্রদান করে। কেশন২ স্থলে কেবল বাহ্য চর্ম্মমাত্র ক্ষতাক্রান্ত হয়, এবং তত্তৎস্থলে পীড়। দীর্ঘস্থায়ী হইয়া কোন প্রকার যাতন। প্রদান করে না। অতএব যে স্থলে রোগী সত্বর বর্দ্ধমান অক্ষিপুটের ক্ষত রোগ সত্তোগ করিতে থাকে, এবং যরিবারণে সাধারণ ঔষধাদি বিফলপ্রদ হইযা থাকে, তথায় উপদংশ পীড়ণই এই রোগের কারণ বলিয়। অনুমিত হয়। রোগের পূর্ব্ব বৃত্তান্ত এবং আনুষঙ্গিক লক্ষণ সকল দ্বার। আমরা রোগ নির্ণয় করিতে পারি। - চিকিৎসা ——অনেকশনেক চিকিৎসকের বলেন যে, প্রাথমিক কিম্ব গৌণ যে কোন উপদংশ কারণে হউক না কেন, এই পীড়ায় সাবধান

  • Lawrence “On Diseases of the Ioye,” 3rd edit., p. 108. -