পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ স্কুরোটিকের রোগ সমূহ। প্রদাধজনিতু হউক আর নাই হউক, অভ্যন্তর প্রতিচাপে (Intra ocular pressure) উক্ত পীড়িত স্থান পরস্পর সংলগ্ন, ক্ষরিত ও বিবর্ণ, এবং পরিশেষে স্ফীত হইয় উঠে। যখন কর্ণিয় এবং চক্ষুর ব্যাসরেথার মধ্যবর্তী স্কারোটিকের অংশ আক্রান্ত হয়, তখন ঐ পীড়ণকে আংশিক (Partial) স্কিরেণ-কোেরইডাইটিস্ য়্যানটেরিয়র কহে। আর, যখন সমুদয় অক্ষিগোলকের পরিধি একেবারে আক্রণন্ত হইয় পড়ে, তখন উহাকে সম্পূর্ণ (Complete) স্কুিরো-কেণরইডাইটস্ য়্যানটেরিয়র শব্দে অভিহিত করা যায়। এই শেষোক্ত স্থলে, কেবল সিলিয়ারি বডি এব’. সিলিয়ারি প্রোসেসেই উক্ত পীড়া সীমাবদ্ধ থাকে। অপিচ স্কুরোটিক অতিশয় অপকৃষ্ট হইয়। পড়ে; এবং তৎসময়ে অভ্যন্তর প্রতিচাপ বলবৎ হওয়ায়, অক্ষিগোলকের বিতান বৰ্দ্ধিত হইয়৷ তদীয় অগ্র প্রদেশ বহির্গত হইয়। আইসে। এইরূপে চক্ষুর সম্মুখভাগ কেটের হইতে অম্প বা অধিক পরিমাণে বহিঃস্থত হইয়া, অক্ষিপুট নিমীলনে প্রতিবন্ধকত। প্রদান করিয়া থাকে সমধিক প্রসারিত সিলিয়ারি রক্তবহা-নাড়ী সকল উক্ত বহিস্থত স্কারোটিকের উপরিভাগে দৃষ্ট হয়। এই বহিঃসরণের নাম স্কুরোটকের ষ্ট্যাফিলোম (Stapllyloma) I নিম্ন লিখিত তিনটা কারণের কোন ন কারণে স্কুিরো-কেরইডাইটিস, য়্যান্টেরিযর রোগ উৎপন্ন হয়। ১ মতঃ,–পীড়িত স্থালের রক্তবহ নাড়ী সমূহ, সৌত্রিক টিসু এবং স্কারোটিক পীড়িত হইয়া যে প্রাথমিক অপকর্ষক পরিবর্তন জন্মে; ২ য়তঃ—প্রদাহে সিলিয়ারি বডির কিয়দংশ নির্মাণ বিনাশিত হইলে, এবম্বিধ স্থলে সমীপবর্তী স্কুরোটিক নিরপেক্ষভাবে কেবল প্রদাহের ফল ভোগ করিতে থাকে এমত নহে; কিন্তু সিলিয়ারি বডির পীড়া প্রযুক্ত উহার পরিপোষণের লাঘব হয় এবং উহা গোণাণকর্ষের ফল ভোগ করিতে থাকে। মেদীপকর্য জন্মিয় ক্রমশঃ অভ্যন্তর প্রতিচাপ বশম্বদ হওতঃ, স্কুরোটিকে ট্যাফিলোমার উৎপত্তি করে। ৩ য়তঃ—সিলিয়ারি বডি প্রদেশে কোন বিদারক আঘাত লাগিলে, তৎফলেও স্কুিরো-কেরইডাইটিস রোগ জন্মিতে পারে। - • ১। যে সকল স্থল প্রথমোক্ত কারণে উৎপন্ন হয়, তথtয় এমত কোন পরিদৃশ্যমান লক্ষণ অভূদিত হয় না, যাহাতে পীড়ীর আগমন অথব। বৰ্দ্ধন স্পষ্ট অবগত হওয়া যায়”। ক্রমশঃ নৈর্মাণিক পরিবর্তন ঘটিতে থাকে; এবং বোধ হয়, উক্ত স্থানের কেfরইডু সম্বন্ধীয় রক্তবহ নাড়ীগণ পীড়িত হইয়াই এই পরিবর্তন আরম্ভ হইতে থাকে, ও সেই সঙ্গে ২ তদধীন টিমু সকলে প্রবলরূপে মেদীপকর্ষ জন্মিতে থাকে। বর্ণকোষ সকল ব্যতীত

  • “Maladies des Youx,” par M. Weker, vol. i. p. 546,