বিষয়বস্তুতে চলুন

পাতা:অজীর্ণতা প্রতিকার ও ব্যবস্থা.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లీJు. অজীর্ণত । দুই প্রহর অর্থাৎ প্রায় ৬ ঘণ্টা লাগে, এবং সিদ্ধ কৃত শীতল জল এক প্রহর অর্থাৎ৩ sti.কিন্তু ঈষৎ উষ্ণ জল ১॥৪ ঘণ্টার মধ্যেই হজম হইয়া যায়। (২) কোন পাত্রে করিয়া জল, সমুদয় দিবস রৌদ্রে এবং সমস্ত রাত্রি চন্দ্রকিরণে, অভাবে শিশিরে রাখিলেই উহা পরিশোধিত হইয়া লঘু, শীতল, অমৃততুল্য ও ত্রিদোবনাশক হইয় উঠে। এই জল অন্তরীক্ষ জল সদৃশ গুণকর, বলকর এবং মেধাবৰ্দ্ধক জানিবে । (৩) জলে কিঞ্চিৎ কটুকিরি অথবা নির্ম্মলী ফল ঘষিয়া থিতাইয়া লইলেও জল বেশ পরিস্কৃত হইয়া যায় । কিন্তু এ ভাবে জল পরিস্করণ প্রথা আমরা অনুমোদন করি না ; ইহাতে প্রায় অন্ন উৎপাদন করে এবং অচিরে ডিস্পেপ সিয়া বা অঙ্গীর্ণত উদ্ভূত হইতে পারে। (৪) জল ফিস্টার করিয়া লওয়া। অজকাল বাঞ্জারে, ছোট বড়, র্কাচের অথবা চিনামাটির নানা প্রকার ফিল্টার বিক্রীত হইয় থাকে। যাহদের পক্ষে ইহা ক্রয় করা সম্ভবপর না হয়, তাহার নিম্ন উপায়ে অতি সহজেই পানীয় জল পরিস্কৃত করিতে পারেন ; যথা –একটি কাষ্ঠ মিতি ত্রিপদের উপর পর পর ৪টি মাটির কলসী রাখিবে ; ইহার উপরের ৩টি সছিদ্র এবং সর্ব্ব নিম্নটি ছিদ্র রহিত হওয়া চাই ; দ্বিতীয়ে কাষ্ঠের কয়লা, তৃতীয়ে বালি বা প্রস্তর খণ্ড পরিপূরণ করিয়া রাখিবে ; সর্ব্বোপরি এবং সর্ব্বনিম্ন কলসীয় শূন্ত থাকিবে। এখন উপরের কলসে জল ঢালিয়৷ দিলে, উহা কলসীর তলস্থ ছিদ্র দিয়া অল্পে অল্পে আসিয়া, কয়লা ও ८म*ौ नझ्छ किg:Şब्र বালির ভিতর দিয়া আসিবার সময়,