বিষয়বস্তুতে চলুন

পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rడి অন্ধকারের আফ্রিকা ཨ༢f fག་ দাসের বাসায় থাকবেন। আমি তার ব্যবস্থা করে যাব।” তার পর দ্বাছময়কে নিয়ে মহাম্মদ পথে বেরিয়ে পড়লেন । তারা পথে বেরিয়ে বে। পরামর্শ করেছিলেন তা আমি পরে জেনেছিলাম এবং বুঝতে পেরেছিলাম হিন্দুৱা বহু পূর্বেই ননকো-অপারেশন শিক্ষা করেছিল এবং তারই ফলে আজ হিন্দুৱ সমূহ ক্ষতি হচ্ছে। 领% মিঃ মোহাম্মদ চেয়েছিলেন। আমার আসার উপলক্ষে তার ঘরেই গ্রামের সকল ভারতবাসীকে নিয়ে একটি জলসা করেন । সেই জলসা করার জন্য তিনি পচিশ ‘পাউণ্ড খরচ করতে প্রস্তুত হয়েছিলেন। কিন্তু গ্রামের অন্যান্য ভারতবাসী তীর বাড়ীতে সে জলসায় আসতে চাইল না। এতে তঁর মনে ভীষণ বেদনা হয়। যে টাকা জলসা করবার জন্য দিতে প্রস্তুত হয়েছিলেন ক্ষুন্ন মনে সেই টাকা তিনি আমাকে দিয়ে বললেন, “মহাত্মা গান্ধী বর্তমানে নন-কো-অপারেশন বলে নতুন একটি শব্দের স্বষ্টি করেছেন মাত্র কিন্তু নন-কো-অপারেশন হিন্দুদের মধ্যে যে বহু আগে থেকেই ছিল আজ আপনি স্বচক্ষেই তা দেখতে *ে **ান ।” মিঃ মোহাম্মদের দুঃখ দেখা আমার আর সইল না, তাই পরদিন সকলেই জুম্বার দিকে রওনা হলাম। পথ পার্বত্য, দুদিকে অভ্রভেদী পবিতমালা দাড়িয়ে ছিল। পথে পৃথচারী ছিল না। মাঝে মাঝে দু' একটি হনুমান বঁাদরের সহিত আমার সাক্ষাৎ ঘটেছিল, হুনুমান বদরগুলি যদিও দেখতে প্রকাণ্ড তবু তারা মানুষকে বড় ভর করে। আমাকে দেখামাত্রই বাঁদরগুলি পথ C 에5) 히t e fiT5 || r이 একাকী ভ্রমণ করতে আনন্দ আছে বটে কিন্তু যদি বন্য জীব আক্রমণ করে তবে রেহাই পাওয়া কষ্টকর। লোক মুখে শুনেছি মাঝে মাঝে নিগ্রো পথিক, বন্যজীবিকর্তৃক আক্রান্ত হয়ে নিহত হয় ; কিন্তু আমাদের মত