পাতা:অন্নদামঙ্গল.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎣᏬ अन्नमोग्नुक्रव्न । শঙ্কর কহেন সবে কহিল উত্তম । এখন আমার মনে নাহি ঘুচে ভ্রম । যদি মোর ভাগ্যে অন্নপুর্ণ দয়া করে। তবেত সার্থক নহে চেষ্টায় কি করে। করিয়াছি পুরী বটে হয়েছে প্রতিমা। তার অধিষ্ঠান হয় তবেত মহিমা ॥ এত বলি মহাদেব আরম্ভিলা তপ । কৈলা পুরশ্চরণ কতেক কত জপ r তপস্যায় মহণযোগী বসিলা শঙ্কর। রচিলা ভারতচন্দ্র রায় গুণাকর ॥ শিবের পঞ্চতপ | তপস্বী হইল হর অন্নদা ভাবিয়া । লোভ মোহ কাম ক্রোধ আদি তেয়াগিয়া ৷ জট ভস্ম হাড়মালা শোভা হৈল বড় । ব্রহ্মরূপ অন্নপুর্ণ ধ্যানে হৈলা দড় ॥ বিছাইয়৷ মৃগছাল বসিলু আসনে। করে লয়ে জপWল মুদ্রিতনয়নে ॥ দিগম্বর বিভূতিভূষিত কলেবর • গল্পে যোগপট উপবীত বিষধর ॥ বৈশাখে দারুণরৌদ্রে তপস্যা দুষ্কর। চৌদিকে জ্বালিয়া অগ্নি উপরে ভাস্কর ॥ জ্যৈষ্ঠমাসে এইরূপে পঞ্চতপ করি । অন্নপুর্ণ ধ্যানে যায় দিবস শর্করী।