পাতা:অবলা প্রবলা.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ ৷ অবষ্টল প্রবল । ক্ষণী বদল কমল । হেরি হারি প্রবেশিল সলিলে কমল ৷ নয়ন নাসিক ওষ্ট হইলে স্মরণ 8 মৃগ থণ বিহু বনে মনে মরে রণ । কিবা কণ্ঠ কর ণাল যুগ গ্রয়োধর । ভেবেই পাষাণ হুইল ধয়াধর । আগে আমি নাহি জানি কি কারণ হরি । কামনে বসতি করে গ্রাম্য বাস হুরি। এবে বুঝা গেল বুঝি আই কfট দেশ , দরশন করি দেশে করিয়াছে দ্বেষ । নাভি কাম কুপ উরু গজরাজ কর । গতির ভলায় হ’স হইবে কিঙ্কর ৷ হেন পদ হেন ৰূপ বুঝি নাছি আর । হেরিয়া কেমন করে মধেতে হিয়ার । ধিক বিধি তোরে মোর প্রাণ কায় ধিক । এ নারী বি নে বেঁচে কি সুখ অধিক যাহার রমণী এই ধন্য তার ভাল। সংযোগ্য হইয়া সুখে কাটাইল ভাল । বত পুণ্য করেছিল নাহি যায় বলা । হৃদয়ে ধারণ যেই করে এ অবলা । কিন্তু এই ভাবি অরলিক হবে কি সে। মিশিতে ছাড়িয়া হেন ভার্য্য আছে কিসে। একদিন একবার চক্ষে হেরি যায় ; ফিরালে নয়ন মার ফিরাণ নাযায়। সদত উহারে যে হ্রেয় থাকি সনে ; না জানি কেমনে রছে বিন দরশনে । তিলেক সহিতে নারি যে কটাক্ষ বাণ । সছে যে অধিক সে কেমন বলবান ।পাঘাণে গড়িল